এক নজরে বারাক ওবামা
৭ নভেম্বর ২০০৮শেষ পর্যন্ত তিনি প্রমাণ করে দিলেন তিনি আসলেই দ্যা ওয়ান এন্ড ওনলি৷
বারাক ওবামার মা শ্বেতাঙ্গ, এ্যান ডানহ্যাম এবং বাবা কৃষ্ণাঙ্গ কেনিয়ার নাগরিক বারাক ওবামা সিনিয়র৷ তাদের পরিচয় হয় কলেজে পড়া চলাকালে, হাওয়াই বিশ্ববিদ্যালয়ে৷ হনুলুলু শহরে কুইন্স মেডিক্যাল সেন্টারে বারাক ওবামার জন্ম৷ বারাক ওবামা সিনিয়র এরপর পড়াশোনার চলে চলে যান হার্ভার্ডে৷ বারাক ওবামার বয়স যখন দুই বছর তখন তাঁর বাবা-মার মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়৷ বারাক ওবামা সিনিয়র অর্থনীতি বিষয়ে পড়াশোনা করতে যান অন্য আরেক শহরে৷ পিছে ফেলে যান শিশুপুত্র বারাক এবং স্ত্রী এ্যানকে৷ এর কিছুদিন পরেই তিনি ফিরে যান কেনিয়ায় এবং সেখানে অর্থনীতিক হিসেবে কাজ করেন৷ ১৯৮২ সালে বারাক ওবামা সিনিয়র মারা যান৷ মারা যাওয়ার আগে মাত্র একবারের জন্য তিনি তাঁর ছেলেকে দেখতে পান৷
বাবা মারা যাওয়ার পর মা এ্যান বিয়ে করেন এক ইন্দোনেশিয়ার নাগরিককে এবং ছয় বছর বয়সী বারাককে নিয়ে যান ইন্দোনেশিয়ায়৷ সেখানে বারাকের বোন মায়ার জন্ম হয়৷ কিছুদিন সেখানে থাকার পর বারাক ওবামা ফিরে যান হাওয়াইয়ে৷ তার দেখাশোনার দায়িত্ব নেন তার নানা-নানী৷ তখন বারাক ওবামার বস দশ৷ তার নানা আসবাব-পত্র বিক্রেতা ছিলেন এবং নানী কাজ করতেন একটি ব্যাংকে৷
বারাক ওবামা বিখ্যাত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং সেখানে তিনি দেখেছেন শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের মধ্যে বৈষম্য৷
বারাক ওবামা পড়াশোনা করছেন আইন, রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয় নিয়ে৷ আইন বি,য় নিয়ে পড়াশোনা করেন হার্ভাড বিশ্ব বিদ্যালয়ে৷ তিনি ইউনিভার্সিটি অফ শিকাগো ল স্কুলের একজন লেকচারার ছিলেন৷ সে পেশায় থাকা অবস্থাতেই তিনি সাবেক রাষ্ট্রদূত এ্যালান কিইসকে হারিয়ে সিনেটর পদে নিজেকে অধিষ্ঠিত করেন৷ বলে প্রয়োজন, এই মুহূর্তে বারাক ওবামাই হলেন প্রথম আফ্রিকান-আমেরিকান যিনি সিনেটর হিসেবে অধিষ্ঠিত রয়েছেন৷ সারা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি হলেন পাঁচ নম্বর৷
বারাক ওবামা ২০০৪ সালে ইলিয়ানয়ের সিনেটর হিসেবে নির্বাচিত হন৷ ডেমোক্র্যাট দল থেকে তাঁকে মনোনয়ন করা হয়৷ কিন্তু ২০০৮ সালে তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন করে ডেমোক্র্যাট দল৷ এর কয়েক মাস পর রণে ভঙ্গ দেন সাবেক প্রেসিডেন্ট উইলিয়াম জেফারসন ক্লিন্টনের স্ত্রী হিলারী রডহ্যাম ক্লিন্টন৷
১৯৯২ সালে বারাক ওমাবা বিয়ে করেন মিশেল ওবামাকে৷ এই সুখী দম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে৷ বড় কন্যা মালিয়া এ্যানের জন্ম ১৯৯৯ সালে এবং নাতাশার জন্ম ২০০১ সালে৷
২০০৫ সালের জানুয়ারী মাসে বারাক ওবামা মার্কিন কংগ্রেসের একজন সিনেটর হিসেবে শপথ গ্রহণ করেন৷ সিনেটর হিসেবে কাজ করার সময়ই তিনি অনেকের নজর কাড়েন৷ তার কথা, দৃঢ়তা, মনোবল ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো মার্কিন কৃষ্ণাঙ্গকে একত্রিত করতে সক্ষম হয়৷ তিনি হয়ে আমেরিকান ড্রীম৷ ২০০৫ সালের এপ্রিল মাসে বিখ্যাত টাইম ম্যাগাজিন বিশ্বের সেরা ১০০ জন প্রভাবশালী ব্যক্তির একটি তালিকা তৈরী করে৷ সেখানে বারাক ওবামা স্থান পান আন্দোলনকারীদের নেতাদের তালিকায়৷ এর মূলে রয়েছে তাঁর রাজনৈতিক বিচক্ষণতা এবং ডেমোক্র্যাট দলে জনপ্রিয়তা৷