1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক ফিলিস্তিনির গুলিতে তিন ইসরায়েলি নিহত

২৬ সেপ্টেম্বর ২০১৭

ইসরায়েলের জেরুসালেমের পশ্চিমে অবস্থিত হার আদার নামে একটি বসতির প্রবেশপথে পাহারারত ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর দিকে গুলি ছোড়েন এক ফিলিস্তিনি৷ এতে তিন ইসরায়েলি নিহত ও একজন আহত হন৷ প্রাণ হারান হামলাকারীও৷

https://p.dw.com/p/2khRS
ছবি: Reuters

মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পুনরুদ্ধারের লক্ষ্যে মার্কিন দূত জেসন গ্রিনব্লাট এখন জেরুসালেমে৷ এই সময় এই হামলা চালানোর ঘটনাকে ইসরায়েলের উপ পররাষ্ট্রমন্ত্রী জিপি হটোভেলি বলেন, ‘‘হার আদারের এই ভয়াবহ হামলা মার্কিন দূত জেসন গ্রিনব্লাটের জন্য ফিলিস্তিনি অভ্যর্থনা৷''

 ইসরায়েলি পুলিশের মুখপাত্র লুবা সামরি জানান, ফিলিস্তিনিঐ হামলাকারীর বয়স ৩৭৷ তিনি অন্য ফিলিস্তিনিদের মধ্যে লুকিয়ে হার আদার বসতির প্রবেশপথে গিয়েছিলেন৷ তবে নিরাপত্তা প্রহরীরা তাঁর চালচলন খেয়াল করে থামতে বললে তিনি পিস্তল বের করে গুলি চালান বলে জানিয়েছেন পুলিশের ঐ মুখপাত্র৷ এতে তিন ইসরায়েলি প্রাণ হারান৷ আর সেখানে থাকা ইসরায়েলের অন্য বাহিনীর কর্মীদের হাতে প্রাণ হারান ফিলিস্তিনি হামলাকারী৷

উল্লেখ্য, হার আদার বসতিতে দিনমজুর হিসেবে কাজ করতে প্রতিদিন এক থেকে দেড়শ ফিলিস্তিনি সেখানে যান৷ হামলাকারীরও সেখানে কাজ করার প্রয়োজনীয় কাগজপত্র ছিল বলে জানা গেছে৷

মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পুনরুদ্ধারের লক্ষ্যে নেয়া মার্কিন উদ্যোগ সম্পর্কে ইসরায়েলের উপ পররাষ্ট্রমন্ত্রী জিপি হটোভেলি বলেন, ‘‘অ্যামেরিকানদের এই প্রচেষ্টার শুরুতে ফিলিস্তিনি সন্ত্রাসবাদ বন্ধের উদ্যোগ নিতে হবে৷'' এ ধরনের হামলা বন্ধে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি৷ এছাড়া হামলা চালাতে গিয়ে নিহত ফিলিস্তিনিদের পরিবারকে ফিলিস্তিনের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয়া বন্ধ করারও দাবি জানান তিনি৷ ‘‘এমন কারও সঙ্গে আলোচনা করে লাভ নেই যারা সন্ত্রাসীদের পরিবারকে সহায়তা করে,'' বলেন হটোভেলি৷

বার্তা সংস্থা এএফপির হিসেব বলছে, ২০১৫ সালের অক্টোবর থেকেইসরায়েল ও ফিলিস্তিনে অস্থিরতায় কমপক্ষে ২৯৫ জন ফিলিস্তিনি বা আরব ইসরায়েলি প্রাণ হারান৷ একই সময়ে নিহত হন ৫০ জন ইসরায়েলি, দুজন অ্যামেরিকান, দুজন জর্ডানের নাগরিক, একজন ইরিত্রিয়া, একজন সুদানি ও একজন ব্রিটিশ নাগরিক৷

ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, নিহত অধিকাংশ ফিলিস্তিনি ছুরি ও গাড়ি নিয়ে হামলা চালাতে গিয়ে প্রাণ হারিয়েছেন৷ অন্যরা বিক্ষোভ প্রদর্শন ও সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন৷

জেডএইচ/এসিবি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য