এক ফিলিস্তিনির গুলিতে তিন ইসরায়েলি নিহত
২৬ সেপ্টেম্বর ২০১৭মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পুনরুদ্ধারের লক্ষ্যে মার্কিন দূত জেসন গ্রিনব্লাট এখন জেরুসালেমে৷ এই সময় এই হামলা চালানোর ঘটনাকে ইসরায়েলের উপ পররাষ্ট্রমন্ত্রী জিপি হটোভেলি বলেন, ‘‘হার আদারের এই ভয়াবহ হামলা মার্কিন দূত জেসন গ্রিনব্লাটের জন্য ফিলিস্তিনি অভ্যর্থনা৷''
ইসরায়েলি পুলিশের মুখপাত্র লুবা সামরি জানান, ফিলিস্তিনিঐ হামলাকারীর বয়স ৩৭৷ তিনি অন্য ফিলিস্তিনিদের মধ্যে লুকিয়ে হার আদার বসতির প্রবেশপথে গিয়েছিলেন৷ তবে নিরাপত্তা প্রহরীরা তাঁর চালচলন খেয়াল করে থামতে বললে তিনি পিস্তল বের করে গুলি চালান বলে জানিয়েছেন পুলিশের ঐ মুখপাত্র৷ এতে তিন ইসরায়েলি প্রাণ হারান৷ আর সেখানে থাকা ইসরায়েলের অন্য বাহিনীর কর্মীদের হাতে প্রাণ হারান ফিলিস্তিনি হামলাকারী৷
উল্লেখ্য, হার আদার বসতিতে দিনমজুর হিসেবে কাজ করতে প্রতিদিন এক থেকে দেড়শ ফিলিস্তিনি সেখানে যান৷ হামলাকারীরও সেখানে কাজ করার প্রয়োজনীয় কাগজপত্র ছিল বলে জানা গেছে৷
মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পুনরুদ্ধারের লক্ষ্যে নেয়া মার্কিন উদ্যোগ সম্পর্কে ইসরায়েলের উপ পররাষ্ট্রমন্ত্রী জিপি হটোভেলি বলেন, ‘‘অ্যামেরিকানদের এই প্রচেষ্টার শুরুতে ফিলিস্তিনি সন্ত্রাসবাদ বন্ধের উদ্যোগ নিতে হবে৷'' এ ধরনের হামলা বন্ধে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি৷ এছাড়া হামলা চালাতে গিয়ে নিহত ফিলিস্তিনিদের পরিবারকে ফিলিস্তিনের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয়া বন্ধ করারও দাবি জানান তিনি৷ ‘‘এমন কারও সঙ্গে আলোচনা করে লাভ নেই যারা সন্ত্রাসীদের পরিবারকে সহায়তা করে,'' বলেন হটোভেলি৷
বার্তা সংস্থা এএফপির হিসেব বলছে, ২০১৫ সালের অক্টোবর থেকেইসরায়েল ও ফিলিস্তিনে অস্থিরতায় কমপক্ষে ২৯৫ জন ফিলিস্তিনি বা আরব ইসরায়েলি প্রাণ হারান৷ একই সময়ে নিহত হন ৫০ জন ইসরায়েলি, দুজন অ্যামেরিকান, দুজন জর্ডানের নাগরিক, একজন ইরিত্রিয়া, একজন সুদানি ও একজন ব্রিটিশ নাগরিক৷
ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, নিহত অধিকাংশ ফিলিস্তিনি ছুরি ও গাড়ি নিয়ে হামলা চালাতে গিয়ে প্রাণ হারিয়েছেন৷ অন্যরা বিক্ষোভ প্রদর্শন ও সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন৷
জেডএইচ/এসিবি (এএফপি, এপি)