এক মাসে তিন সন্তানের জন্ম দিলেন মা
২৭ মার্চ ২০১৯
আরিফা সুলতানা নামের ২০ বছর বয়সি এ মায়ের বাড়ি বাংলাদেশের যশোর জেলায়৷ গত ২৫ ফেব্রুয়ারি গর্ভবতী আরিফা সুলতানা খুলনা সদর হাসপাতালে ভর্তি হলে একটি ছেলে সন্তানের জন্ম হয়। এসময় আরিফার গর্ভে থাকা আরো দুটি সন্তান থাকলেও তাদের অস্তিত্ব টের পাননি ডাক্তাররা৷ প্রথম সন্তান জন্ম দেয়ার ২৬ দিন পর তাঁর আবারো প্রসব বেদনা উঠলে গত মঙ্গলবার তিনি স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন৷ পরীক্ষার পর হাসপাতালের ডাক্তাররা আরিফার গর্ভে জমজ সন্তানের অস্তিত্ব টের পান৷ডাক্তারদের সহযোগীতায় আবারো একটি কন্যা ও একটি পুত্র শিশুর মা হন আরিফা৷
হাসপাতালে কর্তব্যরত স্ত্রীরোগ বিশেষজ্ঞ শীলা পোদ্দার বার্তা সংস্থা এএফপিকে বলেন, আরিফা নিজেও বুঝতে পারেননি যে তাঁর গর্ভে সন্তান রয়েছে৷ শীলা জানান আরিফার গর্ভে দুটি আলাদা আলাদা প্রকোষ্ঠ ছিল৷ এ ধরণের ঘটনা কদাচিত হয়ে থাকে উল্লেখ করে শীলা জানান তিন সন্তান নিয়ে আরিফা সুস্থ অবস্থায় হাসপাতাল ত্যাগ করেছেন৷
তবে বিষয়টি অবাক করেছে সংশ্লিষ্টদের৷ যশোর জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা দিলীপ রায় এএফপিকে বলেন, তিনি তাঁর ৩০ বছরের ডাক্তারি জীবনে এ ধরণের ঘটনা দেখেননি৷ এ ক্ষেত্রে তিনি আরিফার প্রথম সন্তান জন্মের সময়ে নিয়োজিত ডাক্তারের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে বলেন ওই সময়ে দায়িত্বরত ডাক্তারের এ বিষয়টি নজরে আসার কথা ছিল৷
দরিদ্র পরিবার থেকে আসা আরিফা তিন সন্তান পেয়ে বেশ পুলকিত৷ তবে দারিদ্রতার ভারে আক্রান্ত আরিফা সন্তানদের লালন পালন নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছেন ৷ এদিকে আরিফার স্বামী দিনমজুর সুমন বিশ্বাস ঘটনাটিকে ‘সৃষ্টিকর্তার কৃপা' উল্লেখ করে বলেন, সন্তানদের সুন্দরভাবে গড়ে তুলতে তিনি সাধ্যমতো চেষ্টা করবেন৷
আরআর/জেডএইচ (এএফপি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)