1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমর্থন হারাচ্ছেন ম্যার্কেল?

১১ মে ২০১৬

কিছুকাল আগে পর্যন্ত জনমত সমীক্ষায় শীর্ষে বিচরণ করতেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ অথচ এখন জার্মানির দুই-তৃতীয়াংশ মানুষ তাঁকে চতুর্থ বারের মতো চ্যান্সেলর হিসেবে দেখতে চান না৷

https://p.dw.com/p/1IlW1
চাপ সত্ত্বেও নিজস্ব বিশ্বাসে অটল ম্যার্কেল
চাপ সত্ত্বেও নিজস্ব বিশ্বাসে অটল থাকেন ম্যার্কেলছবি: picture-alliance/dpa/B. Roessler

বহুকাল ধরে সাফল্য ও জনপ্রিয়তার মানদণ্ডে ম্যার্কেলের অবস্থান যে কোনো নেতার মনে ঈর্ষা জাগানোর জন্য যথেষ্ট ছিল৷ গভীর সংকটের সময়েও জার্মানি ও ইউরোপের রাশ দৃঢ়ভাবে ধরে রেখে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন৷ কিন্তু ইউরোপের শরণার্থী সংকট তাঁর সেই অবস্থানকে নাড়িয়ে দিয়েছে৷ এমনকি নিজের রাজনৈতিক শিবিরের মধ্যও সমর্থন হারাচ্ছেন তিনি৷ এমনকি বাভেরিয়ার খ্রিষ্টীয় সামাজিক ইউনিয়ন সিএসইউ দল আগামী নির্বাচনে আলাদা প্রচার অভিযানের বিষয়ে ভাবনাচিন্তা করছে৷

জার্মানির জনসাধারণের মনেও ম্যার্কেলের উপর আস্থা এই মুহূর্তে নাটকীয় মাত্রায় কমে গেছে বলে দাবি করছে একটি জনমত সমীক্ষা৷ তবে শুধু ম্যার্কেল একা নন, তাঁর জোট সরকারের দুই শরিক দলের প্রতি সমর্থনও অনেক কমে গেছে৷ সেই জরিপ অনুযায়ী ২০১৭ সালের সাধারণ নির্বাচনের পর প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ তাঁকে চ্যান্সেলর হিসেবে দেখতে চান না৷

শরণার্থী সংকট ইউরোপের রাজনৈতিক মানচিত্রের উপর গভীর প্রভাব ফেলছে, এ বিষয়ে সন্দেহ নেই৷ চলতি সপ্তাহেই অস্ট্রিয়ার চ্যান্সেলর ভ্যার্নার ফাইমান-এর পদত্যাগ পরিস্থিতির গুরুত্ব আরও স্পষ্ট করে তুলেছে৷

এসবি/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য