1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্ষমতাশালী নারী হতে কী দরকার?

২০ নভেম্বর ২০১৭

প্রশ্নটা শুনেই নিশ্চয়ই আপনার মনে বহু উত্তর ঘোরাঘুরি করছে৷ এই প্রশ্নের উত্তর আপনি পেতে পারেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের কাছ থেকেও৷ তাঁর একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে৷ আর সেখানেই রয়েছে এই প্রশ্নের উত্তর৷

https://p.dw.com/p/2nupJ
বিদ্যা বালান
ছবি: Getty Images

ভিডিওটিতে বিদ্যা বলেন, অনেকের মনেই নিশ্চয়ই এ প্রশ্নটা আসে যে একজন ক্ষমতাশালী নারী আসলে কেমন হয়? বা তাঁদের কী কী গুণ থাকে, ব্যক্তি জীবনে কী করতে হয় তাঁদের? এটার কি নির্দিষ্ট কোনো গুণাবলী বা প্রণালী আছে? নারীর ক্ষমতায়নের পথটা কেমন হওয়া উচিত বা নারীবাদীরা কেমন হন?

সেখানে প্রথমে তিনি সবাইকে বলতে চান যে তার কাছে ক্ষমতাশালী নারীর সঠিক ‘রেসিপি' বা প্রণালী আছে৷ তিনি জানান যে একজন আধুনিক নারী হতে হলে কিছু কিছু গুণ সমপরিমাণে থাকা উচিত৷ আসলে এই ভিডিওতে তুলে ধরা হয়েছে নারীবাদী বা নারীর ক্ষমতায়ন বলতে সাধারণত মানুষ কী বোঝে৷ তারা বোঝে এ ধরনের নারীরা সিগারেট খায়, যে কারো সাথে যৌন সম্পর্ক স্থাপন করে, খোলামেলা পোশাক পরেন, ব্রা পরে না, কারণ এটাকে তারা নিজের স্বাধীনতা হরণ মনে করে, এঁরা ইংরেজিতে অনর্গল কথা বলেন, মাতৃভাষায় যারা কথা বলে তাদের হেয় করে এবং নারীবাদী লেখিকাদের বই নিয়ে তর্ক করে, এরা পরিবারের চেয়ে ক্যারিয়ারকেই প্রাধান্য দেয়....এমন নানা বিষয় তুলে ধরা হয়৷ কিন্তু সত্যিই কি তাই? নারীর ক্ষমতায়ন বলতে আসলে কী বোঝাতে চেয়েছেন বিদ্যা, সেটা জানতে হলে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে৷

ভিডিওতে এমন শক্তিশালী বার্তা রয়েছে, যে তা ছুঁয়ে গেছে লাখো মানুষের মন৷ ১৩ নভেম্বর ‘ব্লাস চ্যানেল' তাদের ফেসবুক পাতায় ভিডিওটি পোস্ট করে৷ আর গত কয়েকদিনেই এটি দেখা হয়েছে ৬ লাখ বার৷ শেয়ার হয়েছে ৮ হাজারেরও বেশি৷ শত শত মন্তব্যে সবাই যে ভিডিওটিকে সমর্থন করেছেন তা কিন্তু নয়, এর মধ্যে কয়েকটা বিষয়ে অনেকের দ্বিমতও রয়েছে৷

এপিবি/ডিজি