1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাফল্যকথা

১২ মার্চ ২০১২

সম্প্রতি শেষ হয়ে যাওয়া বাংলাদেশের সবচেয়ে বড় সফটওয়্যার মেলা ‘সফটএক্সপো’তে ১৫ জন ফ্রিল্যান্সারকে পুরস্কৃত করা হয়েছে৷ তাদের একজন মারজান আহমেদ৷

https://p.dw.com/p/14JBR
ছবি: Reuters

যশোরের এমএম কলেজের ইংরেজি সাহিত্যের তৃতীয় বর্ষের ছাত্রী মারজান৷ স্বামীর চাকরিসূত্রে যশোরে থাকা৷ কম্পিউটারের প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই৷ তাই অষ্টম শ্রেণিতে থাকতেই কম্পিউটারের উপর প্রথম প্রশিক্ষণ নেন তিনি৷ এরপর মাধ্যমিকের পর করেন ডিপ্লোমা৷ ডিজাইনিং এর প্রতি আগ্রহ থাকার কারণে এই বিষয়টা ভালভাবে শেখার চেষ্টা করেছেন৷ আর ইন্টারনেটে সময় কাটাতে গিয়েই ফ্রিল্যান্সিং সম্পর্কে তাঁর জানাশোনা৷ সেখান থেকেই শুরু৷ এখন প্রতিমাসে তাঁর গড় আয় ছাড়িয়ে গেছে লক্ষাধিক টাকা৷

মারজান কাজ করেন ফ্রিল্যান্সিং সাইট ‘ওডেস্ক' আর ‘ফ্রিল্যান্সার'এ৷ শুরু করেছিলেন ডাটা এন্ট্রি দিয়ে৷ এরপর ডিজাইনিং, প্রবন্ধ লেখা এসব কাজও করেছেন৷ তিনি বলেন, ‘‘ডাটা এন্ট্রি দিয়ে শুরু করে ওয়েব ডিজাইন, ছোট ছোট লোগো ডিজাইন এসব কাজ করেছি৷ আর আমি যেহেতু ইংরেজির ছাত্রী তাই লেখালেখির কাজও করছি৷ আসলে যখন যেটা ভাল লাগে তখন সেটাই করি৷''

ফ্রিল্যান্সিং নিয়ে অনেকের মনে একটা ভয় কাজ করে৷ সেটা হচ্ছে কাজ শেষে টাকা না পাওয়ার ভয়৷ মারজান বলছেন, ভয়টা একদম সত্যি৷ তিনি নিজেও তাঁর প্রথম কাজের টাকাটা পান নি বলে জানান৷ তাই একটা উপদেশ দিলেন তিনি৷ ‘‘কখনোই কোনো ক্লায়েন্টকে বিশ্বাস করা যাবেনা৷ কাজ শুরুর আগেই টাকা নিয়ে রাখতে হবে৷ এমনকি যে ক্লায়েন্টের সঙ্গে আপনি কয়েক বছর ধরে কাজ করছেন তাকেও বিশ্বাস করা যাবে না৷''

কিন্তু যে নতুন ফ্রিল্যান্সার, যার কাজ সম্পর্কে ক্লায়েন্টের কোনো ধারণা নেই, তাকে কেন কাজের আগেই টাকা দেবে? এ ব্যাপারে মারজান বলছেন, ‘‘কেউ যদি কাজ জানে তাহলে সে এক সময় না এক সময় কাজ পাবেই৷ তাকে ধৈর্য্য ধরতে হবে৷ কিন্তু একের পর এক কাজ করে যদি টাকা না পাওয়া যায় তাতে মনোবল ভেঙে যাবে৷ এর চেয়ে ধৈর্য্য ধরে অপেক্ষা করাটা ভাল৷''

ফ্রিল্যান্সিং করার জন্য কী কী যোগ্যতা থাকতে হবে? মারজান বলছেন, ‘‘কে কোন কাজ করতে চায় সেটা আগে ঠিক করতে হবে৷ তারপর সেটা করার যোগ্যতা অর্জন করতে হবে৷''

মারজান বলেন ফ্রিল্যান্সিং থেকে আয়টা নির্ভর করে নিজের ওপর৷ কে কতটা সময় দিতে পারছে, এছাড়া কে কোন কাজ করছে এসবের উপর ভিত্তি করে আয়ের পরিমাণ কমবেশি হয়ে থাকে৷ নিজের আয় সম্পর্কে তিনি বলেন, ‘‘আমার কাছে কোনো হিসেব নেই আমি এখন পর্যন্ত কত আয় করেছি৷ তবে মন্দ আয় করিনি!''

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য