কান
১৯ মে ২০১২‘রিয়ালিটি' ছবির কাহিনি হল নেপলস'এর এক মৎস্য-বিক্রেতা'কে নিয়ে৷ লুচিয়ানো'র ব্যবসা, পরিবার, সবই আছে৷ হঠাৎ তার মাথায় বিখ্যাত হবার খেয়াল চাপে৷ এবং বিখ্যাত হবার সহজ পন্থা হল টেলিভিশনে কোনো বিগ ব্রাদার গোছের শো'তে অবতীর্ণ হওয়া৷
চল্লিশোর্ধ আরেনা স্বয়ং একটি খুনের মামলার দণ্ডপ্রাপ্ত আসামি, বিশ বছর ধরে কারাবন্দি৷ শুক্রবার কান'এ তাঁর ছবির মোহররতে স্বভাবতই তিনি উপস্থিত থাকতে পারেননি৷ অপরদিকে ছবির মর্মার্থ হল, তথাকথিত ‘রিয়ালিটি টিভি' কিভাবে নিজেদের বাস্তবে বন্দি মানুষদের কাছে স্বপ্নের স্বর্গ হয়ে দাঁড়ায়৷ জেলের বন্দি আরেনা ছবি করতে বাইরে বেরিয়ে এসে ঠিক সেরকমই এক স্বপ্নজগতের স্বাদ পান এবং তাঁর অভিনয়ে সেই ভাবটি ফুটিয়ে তুলতে পেরেছেন - বলে মন্তব্য করেছেন ছবির পরিচালক মাত্তেও গারোনে৷ গারোনে ইতিপূর্বে নেপলস'এর মাফিয়া'দের নিয়ে সাড়া-জাগানো ‘গোমোরা' ছবিটি করেন৷
‘অ্যাকশন! কাট্!'
ওদিকে অ্যাকশন স্টার জ্যাকি চ্যান কান'এ বসেই ঘোষণা করলেন যে, তিনি অ্যাকশন ফিল্ম থেকে অবসর নিচ্ছেন৷ তাঁর সর্বাধুনিক অ্যাকশন ছবি ‘চাইনিজ জোডিয়াক' হবে তাঁর শেষ অ্যাকশন ফিল্ম৷ শুক্রবার কান'এ ছবিটি প্রদর্শিত হওয়া উপলক্ষে চ্যান এই মন্তব্য করেন৷ সঙ্গে ছিলেন ছবিটির অন্যান্য চীনা অভিনেতা-অভিনেত্রী৷
‘চাইনিজ জোডিয়াক'-এ চ্যান এক গুপ্তধন-সন্ধানী, সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন কয়েকটি হারানো জ্যোতিষতাত্ত্বিক নিদর্শনের সন্ধানে৷ চ্যান নাকি সাত বছর ধরে ছবিটির কাহিনি, প্রযোজনা, পরিচালনা ও ‘ফাইট ডাইরেকশন' নিয়ে কাটিয়েছেন৷ এবং এ'টি নাকি তাঁর জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ ছবিগুলির মধ্যে একটি৷
অপরদিকে ৫৮-বছর-বয়সী চ্যান এ'ও বলেন যে, চাইনিজ জোডিয়াকের মতো অ্যাকশন ছবি করতে করতে তাঁর হাড়ে-গোড়ে ব্যথা ধরে গেছে: যেমন কাঁধে তেমনই পায়ের গোছে৷ তিনি এখনও দেখতে স্বাস্থ্যবান, কাজেই লোকে তাঁকে বিশ্বাস করে না৷
'অবসরগ্রহণের' পর তিনি কি করবেন, এ'প্রশ্নের উত্তরে চান রবার্ট ডি নিরো কিংবা ক্লিন্ট ইস্টউডের মতো হলিউড হিরোদের উদাহরণ দেন: তারাও তো আজও অভিনয় করে চলেছেন৷ চান'এর বক্তব্য হল: ‘‘অ্যাকশন স্টারদের জীবনটা বড় ছোট৷ অ্যাক্টরদের জীবনটা খুবই লম্বা৷''
প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী (এপি, ডিপিএ)
সম্পাদনা: রিয়াজুল ইসলাম