একদিনে ৩১২ জন আক্রান্ত, সাত মৃত্যু
১৯ এপ্রিল ২০২০স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক৷
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন সাতজন৷ সব মিলিয়ে করোনা ভাইরাস সংক্রমণে মৃত্যুর সংখ্যা ৯১ জনে দাঁড়িয়েছে৷ এখন পর্যন্ত নয়জনের চিকিৎসায় ভেন্টিলেশন বা কৃত্রিম শ্বাস প্রশ্বাসযন্ত্র ব্যবহার করা হয়েছিল৷ কিন্তু তাদের আটজনই মারা গেছেন৷
গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছে নয়জন রোগী৷ মোট আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা ৭৫ জন৷
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা এখন আক্রান্তের সপ্তম সপ্তাহে রয়েছি৷ এই সময় ইউরোপ, অ্যামেরিকায় লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছিল ও হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে৷ আমরা যদি স্বাস্থ্যবিধিগুলো মেনে না চলি তাহলে আমাদের ফলাফলও ভালো হবে না৷’’
স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, ‘‘গত কয়েকদিন ধরে আক্রান্তের সংখ্য ৩০০-র মধ্যে রয়েছে৷ এর মধ্যে থাকলে আমরা ভাগ্যবান৷ বাড়তে থাকলে তা আশংকার কারণ৷’’
লকডাউন কার্যকরে প্রশাসনের বিশেষ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি৷ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে একটি জানাজা অনুষ্ঠিত হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন৷ বলেন, ‘‘গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় একটি বিশেষ জানাজায় হাজার হাজার লোক শরীক হয়েছে৷ এই সময়ে এই ধরনের জমায়েত খুবই ক্ষতিকর৷ অনেক লোকের আক্রান্ত হওয়ার আশংকা রয়েছে৷ এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কাজ করা উচিত না৷ এখানে প্রশাসন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে৷’’
এফএস/জেডএ