একশ বছর বাঁচাবে নতুন ট্যাবলেট!
৩ ফেব্রুয়ারি ২০১০বিজ্ঞানীরা এমন একটি ওষুধ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন, যা কিনা আলসহাইমার, ডায়বেটিস-এর মত প্রভৃতি রোগ জয় করে মানুষকে একশ বছর বাঁচতে সাহায্য করবে৷ আগামী তিন বছরের মধ্যেই এই ওষুধ বেরিয়ে যেতে পারে৷
বিজ্ঞানীরা তিনটি জিন আবিস্কার করেছেন যা কিনা বৃদ্ধ বয়সের সাধারণ রোগবালাই আটকে দেবে৷ বিজ্ঞানীরা ৫০০ আশকেনাজি ইহুদির ডিএনএ পরীক্ষা করে এই তিনটি জিন চিহ্নিত করা হয়৷ তাঁদের গড় বয়স ১০০ বছর৷ সাধারণত দশ হাজারে মাত্র এক জনের শতবর্ষে পা রাখার সম্ভাবনা থাকে৷ কিন্তু পরীক্ষাধীন ঐ ইহুদিদের গ্রুপটির ক্ষেত্রে শতায়ু হবার সম্ভাবনা ছিল ২০ গুণ৷
ডিএনএ পরীক্ষা করার পর যে জিন তিনটি পাওয়া গেছে তার মধ্যে দুইটি জিন ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে, যা কিনা হৃদরোগ ও স্ট্রোক হ্রাস করে এবং অপর জিনটি ডায়বেটিস প্রতিরোধে সহায়তা করে৷
ড. নীর র্বাজিলাই জানান, তাঁরা দীর্ঘ জীবনের ‘‘সুপার ড্রাগ'' তৈরি করছেন৷ যা কিনা জিনগুলোর নকল হিসেবে কাজ করবে৷ তিন বছরের মধ্যে তা পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ নিউ ইর্য়ক ভিত্তিক জেনেটিক্স বিশেষজ্ঞ বার্জিলাই বলেন, যাদের ওপর এ পরীক্ষা চালানো হয় তাদের ৩০ শতাংশই ছিলেন ভীষণ মোটা এবং আরও ৩০ শতাংশ ৪০ বছর ধরে দিনে দুই প্যাকেট সিগেরেট খান৷ কিন্তু এই শতববর্ষজীবীদের দেহে দীর্ঘায়ু হবার জিন থাকায় তারা পরিবেশের বহু ক্ষতিকর প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে পারেন৷ আর তাই তারা যা করতে চান তাই করেন৷
জেনেটিক্স বিশেষজ্ঞ বার্জিলাই আরও জানান, যে জিন দু'টি ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে তাদের মত কোন ওষুধ কিন্তু হৃদরোগ নিরাময়ে এতটা কার্যকর অবদান রাখে না৷ অপর জিনটি ডায়বেটিস নিরাময়ে সহায়তা করে বলে তাঁদের ধারণা৷ এই জিনটি যাদের রয়েছে তারা আলসহাইমার রোগের হাত থেকে ৮০ শতাংশ নিরাপদ৷
ইসরায়েলে জন্ম নেয়া র্বাজিলাই আরও বলেন, জীববিজ্ঞানের এক রহস্য তাঁরা উন্মোচিত করার চেষ্টা করছেন৷ ঠিক তারই মত কিছু বার করা গেলে দারুণ এক দীর্ঘ জীবন পাওয়া যেতে পারে৷ তিনি মনে করেন দীর্ঘ জীবনের ৮০ শতাংশ নির্ভর করে জীবন যাপনের পদ্ধতির ওপর আর বাকি ২০ শতাংশ নির্ভর করে জিনের ওপর৷ তবে তাঁর ধারণা, শতায়ুদের ক্ষেত্রে এর উল্টোটাই সত্যি৷ তাদের দীর্ঘ জীবন বহুলাংশে জিননির্ভর৷
প্রতিবেদক : আসফারা হক
সম্পাদক: আবদুল্লাহ আল-ফারূক