1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একাত্তর টিভির সাংবাদিকের বিরুদ্ধে ধর্ষণের মামলা

৫ নভেম্বর ২০২১

একাত্তর টিভির বার্তা প্রধান (হেড অব নিউজ) শাকিল আহমেদের বিরুদ্ধে এক নারী ধর্ষণের অভিযোগে মামলা করেছেন৷

https://p.dw.com/p/42c8H
প্রতীকী ছবিছবি: picture-alliance/Pacific Press/E. McGregor

বৃহস্পতিবার রাতে গুলশান থানায় করা অভিযোগে শাকিলের বিরুদ্ধে ভ্রূণ হত্যার অভিযোগও আনা হয়েছে বলে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টানার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়৷

গুলশান থানার এসআই মো. নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন৷

তিনি আরো জানান, অভিযোগকারী একজন চিকিৎসক এবং এখন তার ডাক্তারি পরীক্ষা করা হবে।

এসআই নুরুজ্জামান বলেন, "ডাক্তারি পরীক্ষার জন্য বাদীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে৷”

শাকিল আহমেদ অবশ্য অভিযোগ অস্বীকার করছেন৷ অভিযোগ উড়িয়ে দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে তিনি দাবি করেন, একাত্তর টিভিতে থাকার কারণেই তিনি ‘ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু' হয়েছেন।

অভিযোগকারী নারী এর আগে শাকিলের বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলনও করেছিলেন। সেখানে তিনি দাবি করেন, তিনি চাকরির জন্য সাত-আট মাস আগে শাকিলের কাছে গিয়েছিলেন। তারপর শাকিলের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়েছিল।

এক পর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শাকিল তার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়েন এবং তাতে তিনি গর্ভবতী হন। পরে শাকিলের কথায় তিনি ভ্রূণ নষ্ট করলেও শাকিল প্রতিশ্রুতি অনুযায়ী তাকে বিয়ে করেননি।

চিকিৎসক হিসাবে যেখানে তিনি চাকরি করতেন, প্রভাব খাটিয়ে শাকিল সেখান থেকে তাকে ছাঁটাই করান বলেও দাবি করেন ওই নারী৷

অভিযোগের বিষয়ে শাকিল বলেন, "আমি দারুণ ‘শকড। তারপরও যে কোনো তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে সত্য বের হয়ে আসবে৷''

"যেহেতু একাত্তর টেলিভিশনের বার্তা প্রধানের দায়িত্বে আছি, ব্যক্তি আমি বলে না, ৭১-এ বার্তা প্রধান আছি বলেই আমি একটা মহলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছি৷”

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান