পাকিস্তান-অ্যামেরিকা
২২ মে ২০১২ওবামার নিজের শহর শিকাগোতে অনুষ্ঠিত হলো দু'দিনব্যাপী ন্যাটো সম্মেলন৷ পাকিস্তান ন্যাটোর সদস্য রাষ্ট্র নয়৷ কিন্তু আফগানিস্তানের প্রতিবেশী দেশ হওয়ায় পাকিস্তানের গুরুত্ব সবসময়ই আলাদা৷ মোটের উপর আফগানিস্তানে নিযুক্ত বিদেশি সেনাদের জন্য রসদ পরিবহনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট এই পাকিস্তানের মধ্য দিয়েই৷ তাই আফগানিস্তান ইস্যুতে পাকিস্তানকে এড়িয়ে যাওয়ার কোন উপায় নেই৷
মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্য পাকিস্তানকে ‘খুশি' রাখার কম চেষ্টা করেনি৷ তালেবান, আল-কায়েদার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে বিভিন্ন সহায়তা যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেয়েছে পাকিস্তান৷ কিন্তু ফল হয়েছে উল্টো৷ মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদেশগুলো যাকে বছরের পর বছর হন্যে হয়ে খুঁজেছে, সেই ওসামা বিন লাদেন ‘আত্মগোপন' করে ছিল পাকিস্তানেই৷ মার্কিন সেনারা অবশ্য গত বছর লাদেনকে পাকিস্তানের মাটিতে হত্যায় সক্ষম হয়৷ কিন্তু সেই ঘটনা পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার বিশ্বাসে এক বড় ধাক্কা ছিল৷
অন্যদিকে সেবছরের শেষের দিকেই আরেক অঘটন ঘটালো মার্কিন সেনারা৷ পাকিস্তানের ভেতরে মার্কিন হামলায় প্রাণ হারায় ২৪ পাকিস্তানি সেনা৷ প্রতিবাদ হিসেবে ন্যাটোর রসদ সরবরাহের লাইন বন্ধ করে দেয় পাকিস্তান৷ ধারণা করা হচ্ছিল, শিকাগো সম্মেলনে পাকিস্তানি প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানালে সরবরাহ লাইন পুনরায় চালুর পথ প্রশস্ত হবে৷ কিন্তু তা আর হলো কোথায়? বরং পাকিস্তান এখন রসদ সরবরাহের লরি প্রতি বিপুল অর্থ দাবি করছে৷ নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তার বরাতে বার্তাসংস্থা এপি জানিয়েছে, আগে লরি প্রতি ট্রানজিট ফি ছিল ২৫০ মার্কিন ডলার, সেটা এখন ৫০০০ ডলার করতে চায় পাকিস্তান৷ শুধু তাই নয়, গত বছর মার্কিন হামলায় পাকিস্তানি সেনা নিহতের ঘটনায় ক্ষমা চাইতে হবে সেদেশকে, এমনটাও দাবি পাকিস্তানের৷ বলাবাহুল্য, যুক্তরাষ্ট্র পাকিস্তানের এসব দাবির কোনটি মানতে সম্মত নয়৷ ট্রানজিট ফি বড়জোর ৫০০ ডলার করতে চায় সেদেশ৷ আর পাকিস্তানি সেনা মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করলেও ক্ষমা চাইবে না যুক্তরাষ্ট্র৷
দুই দেশের মধ্যকার এই কঠোর অবস্থানের ছায়া পড়ল শিকাগো সম্মেলনে৷ মার্কিন প্রেসিডেন্ট তাঁর ভাষণে পাকিস্তানকে পরিষ্কারভাবে এড়িয়ে গেলেন৷ বরং স্বাগত জানালেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে, এশিয়ার কেন্দ্রীয় অঞ্চলের এবং রাশিয়ার প্রতিনিধিদের৷ জারদারির সঙ্গে আলাদা কোন বৈঠকেও অংশ নেননি ওবামা৷ সোমবার একটি বড় গ্রুপ বৈঠকের এক ফাঁকে ওবামা, কারজাই এবং জারদারিকে আলোচনা করতে দেখা গেছে৷ যদিও কারজাই পরিবর্তীতে সিএনএন'এর কাছে আলোচনার বিষয়টি অস্বীকার করেছেন, বরং জানিয়েছেন সেটা ছিল শুধু ‘ছবি তোলা'র ব্যাপার৷
ওবামার এই প্রত্যাখানে অবশ্য বিস্মিত নয় পাকিস্তান৷ জারদারির মুখপাত্র ফারহাতুল্লাহ বাবর সাংবাদিকদের এই বিষয়ে বলেন, গত ছয় মাস ধরে পাকিস্তান অংশে ন্যাটোর সরবরাহ লাইন বন্ধ আছে৷ এমতাবস্থায় আমাদের তরফ থেকে এমন কোন প্রত্যাশা ছিল না যে, মার্কিন প্রেসিডেন্ট ন্যাটোর সরবরাহ লাইন বন্ধের প্রশংসা এবং তারিফ করবেন৷
এদিকে, ন্যাটো জানিয়েছে আফগানিস্তানে তাদের কম্ব্যাট মিশন অর্থাৎ সামরিক অভিযান ২০১৩ সালের মাঝামাঝি নাগাদ শেষ হবে এবং সেনা প্রত্যাহার শেষ হবে ২০১৪ সালের মধ্যে৷ তবে সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানকে বিপুল অর্থ সহায়তা প্রদান করবে বিভিন্ন দেশ৷ এসংক্রান্ত চূড়ান্ত প্রতিশ্রুতি আসতে পারে আগামী জুলাইয়ে টোকিও সম্মেলন থেকে৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম (এপি/এএফপি)
সম্পাদনা: সঞ্জীব বর্মন