ওডিআই ব়্যাংকিংয়ে ছয় নম্বরে বাংলাদেশ
২৫ মে ২০১৭বুধবার আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে নিশ্চিত হয়েছে বাংলাদেশের ছয়ে ওঠা৷ নিউজিল্যান্ডকে হারানোর পর বাংলাদেশের রেটিং পয়েন্ট শ্রীলঙ্কার সমান ৯৩৷
খেলার শুরুতে বাংলাদেশের যে অবস্থা ছিল তাতে শংকিত হয়ে উঠেছিলেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা৷ কিন্তু নাসিরের বলে প্রধান দুই উইকেটের পতনে পুরো খেলার চিত্রটা পাল্টে যায়, যা শেষ হয় দারুণ এক জয়ের মধ্য দিয়ে৷ একদিকে র্যাংকিং-এর উপরে ওঠা, অন্যদিকে টাইগারদের দারুণ পারফর্মেন্সের কথাই উঠে এসেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে ক্রিকেট ভক্তদের লেখায়৷ তবে অনেকেই লিখেছেন, বাংলাদেশ বিশ্বকাপে সরাসরি জায়গা পেয়েছে, যেটা এখনো নিশ্চিত হয়নি৷
ফেসবুক পাতায় রফিকউল্লাহ রোমেল বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ প্রসঙ্গে লিখেছেন, ‘‘বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে গেছে বলে যে খবর বেরিয়েছে সেরকম আদৌ কিছু হয়নি৷ হওয়ার সম্ভাবনা বা ‘গাণিতিক সম্ভাবনা’ অনেক অনেক বেশি৷ কিন্তু ‘নিশ্চিত' বলে ঘোষণা দেবার প্রশ্নই আসে না৷ ভারত, পাকিস্তান দুই দলই চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে যেতে পারে৷ টাইগাররা হারতে পারে সব খেলা৷ ভারত যদি র্যাংকিং-এ এক বা দুই হয়, আর ওয়েস্ট ইন্ডিজ আগস্টের বাই লেটারাল সিরিজে যদি ভারতকে হোয়াইট ওয়াশ করে, তবে যে কোনো কিছু সম্ভব৷ খেলা ওয়েস্ট ইন্ডিজের মাঠে৷ গাণিতিক সম্ভাবনা বিচারে যে মিডিয়া বিশ্বকাপ অংশগ্রহণ ‘নিশ্চিত হয়েছে' শিরোনামে খবর ছাপায়, তাদের মান কোনো অংশেই ভালো নয়৷’’
মাসুম আহমেদ ফেসবুকে লিখেছেন, ‘‘চ্যাম্পিয়ান্স ট্রফির মত বড় টুর্নামেন্টের আগে এরকম একটা জয় আমাদের জন্য খুব দরকার ছিল৷ নাসিরের প্রত্যাবর্তনটাও জয় দিয়ে হলো৷ খেলা হচ্ছে আয়ারল্যান্ডে কিন্তু দর্শক দেখে মনে হচ্ছে খেলা হচ্ছে আমাদের হোমগ্রাউন্ডে৷ বিদেশের মাটিতে এই প্রথমবারের মতো বাংলাদেশ নিউজল্যান্ডকে হারালো৷ অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম৷’’
ঝন্টু পাহান লিখেছেন, ‘‘সাবাস বাংলাদেশ টাইগার ক্রিকেট দলকে৷ এখন আমরা নাম্বার ছয় আর নেই কোন ভয়৷’’
মোহাম্মদ ইউসুফ হাসান লিখেছেন, ‘‘জিতেছি, সুতারাং, ধন্যবাদ সব টাইগারদের৷ এগিয়ে চলো বাংলার বাঘ৷’’
সাইফুল ইসলাম সিয়াম লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ্ ওয়ানডেতে নিজেদের সেরা র্যাংকিং-এ বাংলাদেশ৷ প্রথমবারের মতো র্যাংকিং-এর ছয়ে বাংলাদেশ৷ আহ মনে কী শান্তি৷ ২৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে সৌম্যকে হারালেও দারুণ শুরু দেয় সাব্বির তামিম এবং শেষে ভায়রা ভাইয়ের জুটিতে জয়ের প্রান্তে চলে যায় বাংলাদেশ এবং ইতিহাস গড়ে তামিম সাকিব ম্যাশ মুশফিক রিয়াদরা৷’’
রেজাউল করিম লিখেছেন, ‘‘জয়তু বাংলাদেশ টাইগার দল, তোমাদের প্রতি রইল অনেক ভালোবাসা৷’’
সংকলন: অমৃতা পারভেজ
সম্পাদনা: দেবারতি গুহ
প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে লিখুন নীচে মন্তব্যের ঘরে...