এখনো অ্যামেরিকার আকাশে ক্যানাডার দাবানলের ধোঁয়া
২৯ জুন ২০২৩ক্যানাডা সংলগ্ন অ্যামেরিকার শহরগুলি পুরু ধোঁয়ায় ঢেকে গেছে। পরিস্থিতি এমনই যে, ধোঁয়া না কমা পর্যন্ত বৃদ্ধ, অসুস্থ এবং ছোটদের বাড়ি বার হতে নিষেধ করেছে ওই অঞ্চলের মেয়রেরা।
বুধবার অ্যামেরিকার শিকাগো এবং ডেট্রয়েটের বায়ু দূষণের মাত্রা ছিল সর্বাধিক। দূষণের পরিমাণ এতটাই যে স্কাইলাইন ধোঁয়ায় ঢেকে গেছে। উঁচু বাড়িগুলি পর্যন্ত দেখা যাচ্ছে না।
বস্তুত, মিশিগান, ওহিও, ইলিনয়, উইসকনসিন, মিনেসোটা এবং ইন্ডিয়ানা স্টেট কার্যত ধোঁয়ার চাদরে ঢেকে গেছে। কতদিনে এই দূষণ কাটবে, তা এখনই বলা যাচ্ছে না। কারণ, ক্যানাডার আগুন না নিভলে ধোঁয়ার চাদর সরবে না।
শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন জানিয়েছেন, বৃদ্ধ, অসুস্থ এবং শিশুরা যেন বাড়ি থেকে বার না হয়। তাদের প্রয়োজনীয় সামগ্রী তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। ইমার্জেন্সি টিমকেও তৈরি রাখা হয়েছে। প্রয়োজনে যাতে অসুস্থ ব্যক্তিদের দ্রুত চিকিৎসার জন্য পৌঁছে দেওয়া যায়। ডেট্রয়েটের মেয়রও একই ধরনের বিবৃতি জারি করেছে।
ক্যানাডার পরিস্থিতি
ক্যানাডার পরিস্থিতি ভয়াবহ। ৭৬ হাজার ১২৯ স্কোয়্যার কিলোমিটার জঙ্গলে আগুন লেগে গেছে। এই গোটা অঞ্চলটি শহরের খুব কাছে। ফলে যে কোনো সময় আগুন শহরের দিকেও ছড়িয়ে পড়তে পারে। শহরগুলিতে কার্যত শ্বাস নেওয়া যাচ্ছে না। ধোঁয়া ছড়িয়ে পড়ছে অ্যামেরিকার বিভিন্ন শহরে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ২৫৫টি জঙ্গলের আগুন নিয়ন্ত্রণের বাইরে। বহু চেষ্টা করেও তা থামানো যাচ্ছে না। একটি অঞ্চলে সম্প্রতি বৃষ্টি হয়েছে। কিন্তু তাতেও আগুন নেভেনি। ১৯৮৯ সালে ক্যানাডায় শেষ এত বড় বিপর্যয় হয়েছিল। এবার সেই রেকর্ডও ভেঙে গেছে।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি)