1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এগরার পর বজবজে বিস্ফোরণ

২২ মে ২০২৩

বজবজের একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। মৃত অন্তত তিন।

https://p.dw.com/p/4RdvD
বজবজে বিস্ফোরণ
ছবি: Satyajit Shaw/DW

এগরার পর এবার বজবজে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। রোববার রাতে এই ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, সারা রাত ধরে পুলিশ এবং দমকলকর্মীরা ঘটনাস্থল থেকে বিস্ফোরক সরিয়েছে।

গত সপ্তাহেই পূর্ব মেদিনীপুরের এগরায় একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। ঘটনায় এখনো পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। স্বয়ং মুখ্যমন্ত্রী ওই বিস্ফোরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এবার প্রায় সেই একই ঘটনা ঘটল বজবজে। স্থানীয় মানুষ জানিয়েছেন, রোববার সন্ধে সাতটা নাগাদ আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে চিংড়িপোতা অঞ্চল। দেখা যায় একটি বাড়ির দোতলায় আগুন জ্বলছে। স্থানীয় মানুষেরা ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে। তার মধ্যে এক মা ও মেয়ে আছে। হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। পরে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় মানুষের অভিযোগ, ওই অঞ্চলে এমন একাধিক বেআইনি বাজির কারখানা আছে। এর আগেও সেখানে দুর্ঘটনা ঘটেছে। পুলিশ, দমকল এবং স্থানীয় প্রশাসনকে নিয়ে এর আগে কমিটি গড়া হয়েছে। বেআইনি বাজি কারখানা বন্ধ করার দায়িত্ব ছিল তাদের উপর। অভিযোগ, কমিটি খাতায় কলমে হয়েছে। বাস্তবে তাদের কোনো কাজ করতে দেখা যায়নি। প্রশাসনের মদতেই বাজি কারখানাগুলি চলে বলে অভিযোগ।

স্থানীয় মানুষের অভিযোগ, রোববার রাতে ট্রাকে করে ঘটনাস্থল থেকে বারুদ সরিয়েছে পুলিশ। এক দমকলকর্মী রাতেই জানিয়ে দিয়েছেন, ওখানে কোনো বাজি কারখানা ছিল না। নিছক আগুন লেগে দুর্ঘটনা ঘটেছে। যদিও ঘটনাস্থলে বাজির খোল এবং বারুদ মিলেছে বলে স্থানীয় সংবাদপত্রের অভিযোগ।

এগরার পর বজবজের ঘটনা নিয়েও রীতিমতো বিতর্ক শুরু হয়েছে।

এসজি/জিএইচ (পিটিআই)