আবেগময় নির্বাচনি প্রচার!
১০ মে ২০১৯নির্বাচনে ভোটপ্রদানে সচেতনতা বৃদ্ধি করতেই মূলত ইউরোপীয় পার্লামেন্ট কর্তৃপক্ষ প্রকাশ করেছে ভিডিওটি৷ ‘তোমার ভবিষ্যৎ তুমিই নির্ধারণ কর’-এই শিরোনামের ভিডিওটিতে শিশুদেরকে ইউরোপের প্রতিনিধি হিসেবে দেখানো হয়েছে৷ প্রায় তিন মিনিটের এ ভিডিওটিকে দুইভাগে ভাগ করা হয়েছে৷ প্রথম অংশে দেখানো হয়েছে সন্তান জন্ম দিতে গিয়ে মায়েদের কষ্ট৷ এ অংশটির বর্ণনা দিতে গিয়ে পরিচালক ফ্রেড্রিক প্লাঞ্চন বলেন, ‘‘সম্প্রতি ঘরে-বাইরে অনেক সমালোচনার মুখে পড়ছে ইউরোপ৷ এ কারণে একটি নিখাদ বিষয় ও বাস্তবতাকে ফুঁটিয়ে তোলাই ছিল আমার লক্ষ্য৷’’ হয়তে সমালোচনার কারণে সৃষ্ট যাতনাকে বোঝাতে চেয়েছেন তিনি৷
ভিডিওটির দ্বিতীয় অংশে দেখানো হয়েছে, সন্তান জন্মদানের পর বাবা-মায়ের নির্মোহ ও নির্মল আবেগ৷ নির্মাতা বলেন, ‘‘একটি সংঘবদ্ধ জীবন যাপনই নির্মল আনন্দ দিতে পারে আমাদের৷ আর তাই সদ্যোজাতকে কিভাবে সবাই অভ্যর্থনা জানাচ্ছে সেটি দেখানোরই চেষ্টা করেছি৷’’
ভিডিওটির মাধ্যমে মূলত কিভাবে শত প্রতিকূলতা অতিক্রম করে একটি সুন্দর ভবিষ্যৎ নির্মান করা যায় তা-ই বোঝানোর চেষ্টা করা হয়েছে৷
ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে ভিডিওটি৷ প্রকাশের দুই সপ্তাহের মধ্যেই ভিডিওটি শুধু ইউটিউবেই দেখা হয়েছে প্রায় ৩৪ মিলিয়ন বা ৩ কোটি ৪০ লক্ষবার৷
আগামী ২৩ থেকে ২৬ মে পর্যন্ত চলবে ইউরোপিয়ান পার্লামেন্টের নির্বাচন৷ সে পর্যন্ত ভিডিওটি বিভিন্ন মাধ্যমে চালানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷
আরআর/এসিবি (ইউআরএসিটিআইভি)