1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজ্য সংগীত মেলা

১৭ এপ্রিল ২০১২

রাজ্য সংগীত মেলার শুরুতে এই বছরও সম্মানিত করা হল বিশিষ্ট সংগীত শিল্পীদের৷ সম্মানিত হলেন ফিরোজা বেগম, গিরিজা দেবী সহ অনেকে৷

https://p.dw.com/p/14f2e
ছবি: DW

গত বছর থেকে রাজ্য সংগীত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতীত এবং বর্তমানের সংগীত শিল্পীদের সম্মানিত করার যে ‘ট্র্যাডিশন' চালু করেছে বর্তমান রাজ্য সরকার, এবারও তার ব্যাতিক্রম হল না৷ এই বছর সংগীত মহা সম্মান দেওয়া হল প্রবাদপ্রতিম নজরুলগীতি শিল্পী ফিরোজা বেগমকে৷ এখনও যাঁর স্বর্ণকণ্ঠ এই শহরের শ্রোতাদের হৃদয়জুড়ে রয়েছে, সেই ফিরোজা বেগম জানালেন, তিনি অভিভূত৷

‘‘৫৫ বছর ধরে গান গাইতে আসছি কলকাতায়৷ কিন্তু এমন আদর, এত সম্মান আগে কেউ কখনও দেয়নি৷'' - বললেন হিন্দুস্তানী ক্লাসিকাল সংগীতের সবর্জনশ্রদ্ধেয় গায়িকা গিরিজা দেবী৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বর্ষীয়ান গিরিজা দেবী সম্বোধন করলেন বেটি, অর্থাৎ নিজের মেয়ে বলে৷

এঁরা ছাড়াও এবার সংগীত মহাসম্মান দেওয়া হল সুবীর সেন, দ্বিজেন মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, সুমিত্রা সেন, লোকসঙ্গীত শিল্পী অমর পাল এবং পন্ডিত অজয় চক্রবর্তীকে৷ আর এই বছরের সংগীত সম্মান দেওয়া হল বনশ্রী সেনগুপ্ত, নির্মলা মিশ্র, আরতি মুখোপাধ্যায়, ওস্তাদ রশিদ খান, পূর্ণ দাস বাউল, শ্রীকান্ত আচার্য, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, নচিকেতা চক্রবর্তী, মনসুর ফকির এবং শ্রীকুমার সুব্বাকে৷ গিরিজা দেবী যাঁকে নিজের মেয়ে বলে অভিহিত করলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট বোন বললেন নির্মলা মিশ্র৷

সম্মানিত হয়ে দৃশ্যতই আবেগতাড়িত পূর্ণদাস বাউল বললেন, দীর্ঘ সময় ধরে তিনি বাংলার বাউল গানকে নিয়ে গিয়েছেন বিশ্বের দরবারে৷ কিন্তু নিজের ঘরে তাঁর এমন সমাদর খুব কমই হয়েছে৷ আর অজয় চক্রবর্তী শ্রদ্ধা জানালেন তাঁর অগ্রজ শিল্পীদের, যাঁদের সঙ্গে এক মঞ্চে থাকতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন৷

ওস্তাদ রশিদ খান বললেন, বাংলার শিল্পী হিসেবেই তিনি দেশে-বিদেশে পরিচিত৷ সেটাই তাঁর পরম প্রাপ্তি৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে বললেন যে, তাঁর সরকার থাকবে দুঃস্থ, দরিদ্র সংগীত শিল্পীদের পাশে৷

প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য