1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এফবিআই সদস্যকে হত্যাচেষ্টা

৯ আগস্ট ২০১৭

এফবিআই-এর এক সদস্যকে হত্যার চেষ্টা ও ইসলামিক স্টেটকে মদদ দেয়ার অভিযোগে এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল গ্র্যান্ড জুরি৷ নীলেশ মোহাম্মদ দাস নামের ঐ ব্যক্তি যুক্তরাষ্ট্রের বৈধ নাগরিক৷

https://p.dw.com/p/2hvhO
ছবি: picture-alliance/AP Photo/M. Hussein

মঙ্গলবার কেন্দ্রীয় আদালতের জুরি বোর্ডের সদস্যরা মেরিল্যান্ডের বাসিন্দা নীলেশকে এফবিআই সদস্যকে হত্যাচেষ্টার জন্য অভিযুক্ত করেন৷ পাশাপাশি তাঁর বিরুদ্ধে তথাকথিত ইসলামিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে সহায়তার অভিযোগও আনেন তারা৷ বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়, নীলেশ দাশ একজন বাংলাদেশি এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈধ নাগরিক৷ ২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইসলামিক স্টেট বা আইএসকে মদদ দেয়ার অপরাধে তিনি অভিযুক্ত৷ আন্তর্জাতিক গণমাধ্যমে কোথাও তাঁর নাম লেখা হয়েছে নীলেশ মোহাম্মদ দাস, কোথাও আবার কেবল নীলেশ দাস লেখা হয়েছে৷

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই সদস্যকে হত্যাচেষ্টায় নীলেশ দাশের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ গঠন করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত বলা হয়নি আদালতের বিবৃতিতে৷ আটকের পর নীলেশ এফবিআইকে বলেছেন, তিনি সামরিক বাহিনীর একজন সদস্যকে আক্রমণ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এবং এটাই তাঁর জীবনের লক্ষ্য ছিল৷

সাধারণত এ ধরনের অভিযোগে দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে৷ তবে এ বিষয়ে নীলেশের আইনজীবী কোনো মন্তব্য করতে রাজি হননি৷

গত সেপ্টেম্বরে ২৫ বছর বয়সি নীলেশকে গ্রেপ্তার করা হয় মেরিল্যান্ড থেকে৷ যে এফবিআই সদস্যকে সে আক্রমণ করার পরিকল্পনা করছিল তিনি একজন বিশেষ এজেন্ট৷ আক্রমণের সময় নিলেশের হাতে ছিল আগ্নেয়াস্ত্র৷ গত বছর অক্টোবরে আইএসকে সহযোগিতার অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে৷ গত সপ্তাহে ওহাইও'র বাসিন্দা টেরেন্স ম্যাক নেইলকে আইএস-এর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত৷ ২০১৫ সালে তাকে আটক করা হয়েছিল৷ সে আইএস এর দেয়া একটি পোস্ট পুনরায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, যেখানে মার্কিন সেনাবাহিনীর অন্তত ১০০ সদস্যের তালিকা ছিল এবং তাদের হত্যার নির্দেশ দেয়া হয়েছিল৷

এপিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)