এবছরের নোবেল বিজয়ী যারা
চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন থেকে শান্তি, কোন বিভাগে কে পেলেন নোবেল পুরস্কারের সম্মান, জেনে নিন এই ছবিঘরে...
যেখান থেকে শুরু
বিজ্ঞানী আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী, মানবতার জন্য উল্লেখযোগ্য কাজ করেছেন, এমন ব্যক্তিদের দেওয়া হয় এই পুরস্কার৷ পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তি ও অর্থনীতি বিভাগে দেওয়া হয় এই পুরস্কার৷ প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় ১৯০১ সালে, কিন্তু অর্থনীতিতে প্রথম নোবেল দেওয়া চালু হয় ১৯৬৯ সালে৷
রসায়নে নোবেল
কোয়ান্টাম ডট আবিষ্কার ও সংশ্লেষণের জন্য রসায়নে নোবেল পেলেন ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নে জন্ম নেয়া মুঙ্গি বাওয়েন্ডি (ফ্রান্স), লুই ব্রুস (যুক্তরাষ্ট্র) ও আলেক্সি ইয়াকিমভ (সাবেক সোভিয়েত ইউনিয়ন)৷ রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ১৯০১ সাল থেকে প্রতি বছর এই পুরস্কার প্রদান করে৷ প্রত্যেক ক্ষেত্রে বিজয়ীরা একটি পদক, সনদপত্র ও ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার পান৷
চিকিৎসা বিজ্ঞানে নোবেল
চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন হাঙ্গেরির কাতালিন কারিকো ও যুক্তরাষ্ট্রের ড্রু ওয়েজমান৷ নিউক্লিওসাইড বেস পরিবর্তনের বিষয়ে তাদের আবিষ্কারের জন্য তারা নোবেল পুরস্কার পান৷ নোবেল কমিটির জুরি বোর্ড জানায়, মানব ইতিহাসে স্বাস্থ্যখাতে সবচেয়ে বড় ঝুঁকিগুলোর একটি, অর্থাৎ, করোনা ভাইরাসের টিকা তৈরিতে এই দুই বিজ্ঞানী ব্যাপক অবদান রেখেছেন৷
পদার্থবিদ্যায় নোবেল
২০২৩ সালে পদর্থবিদ্যায় নোবেল পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পিয়ের আগোস্তিনি, হাঙ্গেরির ফেরেন্স ক্রাউস ও ফ্রান্সের অ্যান লিউলিয়ের৷ পদার্থের ইলেকট্রন ডাইনামিকস গবেষণায় আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরির পরীক্ষণলব্ধ প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্য তাদের এ পুরস্কার দেয় রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস৷
সাহিত্যে নোবেল
৬৪ বছর বয়সি ইয়ন ফঁসা নরওয়ের মানুষ৷ নাট্যকার হিসেবে খ্যাতি কুড়ালেও উপন্যাস, কবিতা, প্রবন্ধ, শিশুতোষ লেখা ও অনুবাদকর্মও রয়েছে তার৷ নাটক ও গদ্যসাহিত্যে নতুন মাত্রা যোগ করার জন্য তাকে ২০২৩ সালের নোবেল দেয়া হয়েছে, বলে বিবৃতিতে জানায় নোবেল কমিটি৷
অর্থনীতিতে নোবেল
অর্থনীতিতে নোবেল পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ক্লাউদিয়া গোল্ডিন৷ তৃতীয় নারী হিসাবে তিনি এই পুরস্কার জিতলেন শ্রমবাজারে নারীর ভূমিকা ও তার কারণ বিষয়ে যুগান্তকারী গবেষণা করা গোল্ডিন, জানালো পুরস্কারদাতা কমিটি৷ আলফ্রেড নোবেলের মূল উইলে অর্থনীতিতে পুরস্কারের কথা ছিল না বলে এই নোবেলকে ঘিরে চিরকালই রয়েছে নানা সমালোচনা৷
শান্তিতে নোবেল
শান্তিতে নোবেল পুরস্কার পেলেন জেলবন্দি ইরানের মানবাধিকারকর্মী নার্গেস মোহাম্মদী৷ ইরানে নারীদের উপর নিপীড়নের বিরুদ্ধে লড়াই ও স্বাধীনতার জন্য আপোষহীন সংগ্রামের স্বীকৃতি এই পুরস্কার৷ ইরানের কর্তৃপক্ষ বিভিন্ন অভিযোগে এ পর্যন্ত ১৩বার তাকে আটক করেছে, পাঁচবার দোষী সাব্যস্ত করেছে৷ ৩১ বছরের কারাদণ্ডের পাশাপাশি এবং ১৫৪টি বেত্রাঘাতের শাস্তিও দিয়েছে৷ তারপরও অধিকার আদায়ের লড়াই থেকে বিচ্যুত হননি তিনি৷