এবার কলেজ প্রিন্সিপাল হচ্ছেন অমিতাভ বচ্চন
৫ জুলাই ২০১১বলিউড সুপারস্টার মানেই পর্দায় লম্ফঝম্প, ভিলেনের সঙ্গে মারামারি, নায়িকার সঙ্গে প্রেম বা হেলিকপ্টার থেকে ঝাঁপ৷ খাজনার চেয়ে বাজনা বেশি – অর্থাৎ বাজারে সাফল্যের দোহাই দিয়ে অভিনয়ের চেয়ে চমককেই বেশি গুরুত্ব দেওয়া হয়৷ তাহলে কি সুপারস্টাররা ভাল অভিনয় করতে পারেন না, নাকি অভিনয়ের সুযোগ পান না?
পরিচালক প্রকাশ ঝা অমিতাভ বচ্চনের জন্য এমন এক চরিত্র সৃষ্টি করেছেন, যার মাধ্যমে বলিউড শাহেনশা নিজের অভিনয় ক্ষমতা দেখাতে পারবেন৷ ঝা বলেছেন, ভালো অভিনয়ের সুযোগ পেলে অমিতাভ আজও উৎসাহে ভরপুর হয়ে যান৷ নতুন প্রজন্মের জন্য সুপারস্টার'এর এই মনোভাব প্রেরণা হতে পারে বলে প্রকাশ ঝা মনে করেন৷ তিনি আজও সবার আগে স্টুডিওতে আসেন, কখনো দেরি করেন না৷ নিয়ম মেনে কাজ করেন৷ এমনকি জুনিয়র কোনো অভিনেতার কাছ থেকেও শেখার চেষ্টা করেন৷ কাজের প্রতি এমন নিষ্ঠা ও অভিনয়ের বিশাল ক্ষমতা তাঁকে খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছে৷ ফলে তাঁর আকাশছোঁয়া সাফল্যের কারণ বোঝা কঠিন নয় – বলেন ঝা৷
প্রকাশ ঝার ‘আরক্ষণ' ছবিতে বচ্চন কলেজ প্রিন্সিপাল'এর ভূমিকায় অভিনয় করছেন৷ সঙ্গে রয়েছেন সাঈফ আলি খান ও দীপিকা পাডুকোন৷ ছবির বিষয়বস্তু শিক্ষাক্ষেত্রে জাত-পাতের ভিত্তিতে সরকারি কোটা ব্যবস্থার প্রভাব, যার আওতায় বিশেষ সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য নির্দিষ্ট সংখ্যক আসন সংরক্ষণ করা হয়৷ তাছাড়া টাকার জোর থাকলে শিক্ষাক্ষেত্রে বাড়তি সুবিধার বিষয়টিও ছবিতে উঠে এসেছে৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: দেবারতি গুহ