এবার বার্সেলোনার মুখোমুখি ‘নতুন’ বায়ার্ন
২৪ জুলাই ২০১৩বায়ার্ন মিউনিখের কাছে ৭-০ অ্যাগ্রিগেটে বিধ্বস্ত হওয়ার সেই চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল এখনো টাটকা বার্সেলোনার স্মৃতিতে৷ ওদিকে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্নের তাজা স্মৃতি চ্যাম্পিয়ন্স লিগ জিতে ‘ট্রেবল' পূর্ণ করে গত মৌসুম শেষ করা৷ চলতি মৌসুমও শুরু হয়েছে দারুণভাবে৷ নতুন কোচ পেপ গুয়ার্দিওলার অধীনে টেলিকম কাপ জিতেছে তারা গত রোববার৷ সব মিলিয়ে বায়ার্ন এখন সাফল্যের হাওয়ায় ভাসছে৷ অন্যদিকে গত মৌসুমে স্প্যানিশ লা লিগা ছাড়া কোনো শিরোপাই জিততে না পারা বার্সা লড়ছে সুসময়ে ফিরতে৷ এ লক্ষ্যে ব্রাজিলকে কনফেডারেশন্স কাপ জেতানো নেইমারকে নেয়া হয়েছে দলে, ক্যানসারে আক্রান্ত টিটো ভিলানোভা পদত্যাগ করায় মঙ্গলবার নতুন কোচ হিসেবে গেরার্দো মারতিনোকেও পেয়েছে বার্সেলোনা৷ বায়ার্নের বিপক্ষে আজকের ম্যাচে অবশ্য নেইমার বা মার্তিনো থাকছেন না৷
মেসির দেশ আর্জেন্টিনার কোচ মার্তিনো বার্সেলোনার সঙ্গে যোগ দেবেন আরো পরে৷ ২০০২ থেকে ২০০৬ সালের মধ্যে প্যারাগুয়ের লিবার্তাদ এবং সেরো পোর্তেনো ক্লাবকে চারটি শিরোপা জেতানোর অভিজ্ঞতা নিয়ে তিনি স্পেনে কোচ হিসেবে প্রথম ইউরোপীয় মিশন শুরু করবেন ১৭ আগস্ট থেকে৷ সেদিন থেকেই শুরু হবে স্প্যানিশ লিগ৷ সে কারণে বার্সেলোনাকে ১৪টি শিরোপা জেতানো গুয়ার্দিওলার প্রতিপক্ষ হিসেবে মিউনিখে দেখা যাবে না গেরার্দো মার্তিনোকে৷ মেসি-নেইমার জুটিকেও খেলতে দেখা যাবেনা এ ম্যাচে৷ সদ্য একটি অস্ত্রোপচার করানো নেইমার সম্ভবত মাঠে নামবেন না৷ তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর দেয়া খবর অনুযায়ী মেসি খেলবেন৷ এ ম্যাচে প্রায় নতুন চেহারার দল নিয়ে নামবে দু'দলই৷ গুয়ার্দিওলা তো বায়ার্নের খেলার ধরণ বদলে দিতে শুরু করেছেন দায়িত্ব নেয়ার পর থেকেই৷ তাই এ ম্যাচের আগে কিছুই আর চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের মতো নেই৷ তাই প্রীতি ম্যাচে সুন্দর ফুটবল দেখার প্রত্যাশা একটু বেশিই৷ বার্সেলোনা কি প্রতিশোধের এমন সুযোগ হাতছাড়া করতে চাইবে? বায়ার্নও কি চাইবে নিজের মাঠে মেসিদের প্রতিশোধের ‘মিশন' সফল হতে দিতে? নিশ্চয়ই নয়, কী বলেন!
এসিবি/ডিজি (এএফপি)