1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার বিবাহবন্ধন নয়, বিচ্ছেদের মেলা

১২ ফেব্রুয়ারি ২০১০

এক সময়কার ভালবাসার মানুষটিকে এখন আর পছন্দ হচ্ছে না, কিন্তু মুখের ওপর সে কথা বলতেও পারছেন না৷ এখন তা আর কোন সমস্যাই নয় কারণ আপনার হয়ে এই কাজটি করে দেবেন অন্য একজন৷

https://p.dw.com/p/LzRw
ফাইল ফটোছবি: picture-alliance/ dpa

কথাটি একেবারেই সত্যি৷ তবে, তার বদলে আপনাকে গুনতে হবে কিছু পয়সা৷ আর এই ধরণের কাজটি করছেন জার্মানির রাজধানী বার্লিনে অবস্থিত ‘সেপারেশন এজেন্সি' নামে একটি প্রতিষ্ঠান৷

প্রতিষ্ঠানটির প্রধান ব্যার্ন্ড ড্রেসলার৷ তাঁর প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে তিনি বলেন, দরজায় কড়া নেড়ে তিনি তাঁর পরিচয় দেন৷ আর এর পরই বলেন আসল কথাটা৷ জানিয়ে দেন, তার মক্কেল এখন আর জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে সম্পর্ক রাখতে আর আগ্রহী নয়৷ দুই মিনিটের মধ্যেই ঘটনার সমাপ্তি৷

Symbolbild Paar Streit Scheidung
সেবার নাম ‘আমায় একা থাকতে দাও’ছবি: picture-alliance/MAXPPP

পঞ্চাশ বছর বয়সি ড্রাসলার একজন বিনয়ী মানুষ৷ তবে এই কাজটি করার জন্য তিনি আবেগকে প্রশ্রয় দেন না৷ না, তিনি উম্মাদ নন যে মানুষের মধ্যকার সম্পর্ক ভাঙবেন৷ এ তার পেশা৷ শুধুই ব্যবসা৷ আর তাঁর এই রোমান্টিকতাহীন সেবা প্রদান করা হয় ইন্টারনেটের মধ্য দিয়ে৷ তিন বছরেরও বেশি সময় ধরে তিনি এই প্রতিষ্ঠানটির কার্যক্রম চালিয়ে যাচ্ছেন৷ যুক্তরাষ্ট্রে অবস্থিত একই ধরণের একটি প্রতিষ্ঠানের থেকে অনুপ্রেরণা নিয়ে তিনি এই প্রতিষ্ঠানটি গোড়ে তোলেন৷

হাস্যোজ্জ্বল মুখে তিনি জানান, ডেটিং এজেন্সিগুলো দশকের পর দশক ধরে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে৷ আর তাঁর প্রতিষ্ঠানটি করছে সহজে পার্টনারদের আলাদা হবার কাজ৷ তিনি আরও জানান যে মক্কেলরা তাকে আগাম অর্থ দেন এবং একটি চার পাতার চুক্তি সই করেন৷ এই সম্পর্ক না রাখার পেছনে তিন-চারটি কারণ উল্লেখ করার পরই তিনি পরবর্তী পদক্ষেপ নেন৷ তাঁর মতে, এটি মুখ বন্ধ করে থাকার কোন বিষয় নয়৷

তাঁর প্রতিষ্ঠান চার ধরণের সেবা প্রদান করে থাকে৷ ‘আসুন বন্ধু হই'- ২৯.৯৫ ইউরোর বিনিময়েই এই সেবা পাওয়া যাবে৷ আর এর সব কিছুই হবে ফোনের মাধ্যমে৷ একই পরিমাণ অর্থের বিনিময়ে ও একই পদ্ধতি অনুসরণ করে দ্বিতীয় সেবাটি৷ আর এর নাম- ‘আমায় একা থাকতে দাও'৷যখন মক্কেল তার সঙ্গী বা সঙ্গিনীর কাছ থেকে কিছু শুনতে চান না তখনই এই ব্যবস্থা৷

Symbolbild Scheidung
বর্তমানে জার্মানিতে বিবাহ বিচ্ছেদের ঘটনা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ শতাংশে৷ছবি: dpa/PA

আর ‘বিচ্ছেদ যখন চিঠির মাধ্যমে' তখন এতে আরও দশ ইউরো যোগ করলোই অসুখী রোমিও জুলিয়েটের বিচ্ছেদ ঘটাবার জন্য এই এজেন্সি চিঠি পাঠাবার ব্যবস্থা গ্রহণ করে থাকে৷

আর সর্বশেষ সেবাটি ‘একান্ত বিচ্ছেদ'৷আর এর জন্য গুনতে হবে ৬৪.৯৫ ইউরো৷ এই সেবাটি কেউ নিতে চাইলে ড্রেসলার নিজেই হাজির হন মঞ্চে৷ হঠাৎ বাড়ির দরজায় গিয়ে জানিয়ে আসেন বিচ্ছেদের করুণ বার্তা৷

ড্রেসলার জানান, তাঁর মক্কেল নিজেই বেছে নিতে পারেন বিচ্ছেদের সংবাদটি কিভাবে পৌঁছানো হবে, কড়া করে না কি নরম করে৷ তবে ব্যক্তিগত ভাবে তিনি এটা মেনে নিতে পারেন না৷ আর এর কারণ, তিনি এই প্রজন্মের মানুষ নন৷ তিনি মনে করেন, এখনকার মানুষ কম দায়িত্বসম্পন্ন৷ আর এখন মানুষের কাছে যেন তার সঙ্গীর কোন মূল্যই নেই৷ তারা এখন একজনকে ছেড়ে আর একজনকে চটপট খুঁজে নেন৷ তিনি জানান, তাঁর মক্কেলদের বেশির ভাগই নারী এবং বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷

বর্তমানে জার্মানিতে বিবাহ বিচ্ছেদের ঘটনা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ শতাংশে৷ বেড়েছে এতটাই যে, জার্মানির ডুসেলডর্ফ শহরে এবছর হতে চলেছে বিবাহ বিচ্ছেদ মেলা৷ এ মেলায় শুধুমাত্র বিবাহ বিচ্ছেদের বিশেষ আইনজীবি, আর্থিক উপদেষ্টাই নয়, থাকবেন ডেটিং ওয়েব-সাইটের প্রতিনিধিরা এবং পুষ্টিবিদরাও৷

এই সেবার পাশাপাশি ড্রেসলার আরও একটি ইন্টারনেট ভিত্তিক সেবা চালু করেছেন৷ আর এই সেবার নাম ‘আমায় মাফ কর'৷ যখন কেউ কোন ভুল করে বা এমন কোন ঘটনা ঘটিয়ে ফেলেন যার কারণে তিনি ক্ষমাপ্রার্থী, তখন তিনি ড্রেসলারের খোঁজ করতে পারেন৷ এবং অর্থের বিনিময়ে তাদের হয়ে হয়ে ক্ষমা চাইবে তাঁর প্রতিষ্ঠান৷

প্রতিবেদক: আসফারা হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক