এবার বিবাহবন্ধন নয়, বিচ্ছেদের মেলা
১২ ফেব্রুয়ারি ২০১০কথাটি একেবারেই সত্যি৷ তবে, তার বদলে আপনাকে গুনতে হবে কিছু পয়সা৷ আর এই ধরণের কাজটি করছেন জার্মানির রাজধানী বার্লিনে অবস্থিত ‘সেপারেশন এজেন্সি' নামে একটি প্রতিষ্ঠান৷
প্রতিষ্ঠানটির প্রধান ব্যার্ন্ড ড্রেসলার৷ তাঁর প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে তিনি বলেন, দরজায় কড়া নেড়ে তিনি তাঁর পরিচয় দেন৷ আর এর পরই বলেন আসল কথাটা৷ জানিয়ে দেন, তার মক্কেল এখন আর জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে সম্পর্ক রাখতে আর আগ্রহী নয়৷ দুই মিনিটের মধ্যেই ঘটনার সমাপ্তি৷
পঞ্চাশ বছর বয়সি ড্রাসলার একজন বিনয়ী মানুষ৷ তবে এই কাজটি করার জন্য তিনি আবেগকে প্রশ্রয় দেন না৷ না, তিনি উম্মাদ নন যে মানুষের মধ্যকার সম্পর্ক ভাঙবেন৷ এ তার পেশা৷ শুধুই ব্যবসা৷ আর তাঁর এই রোমান্টিকতাহীন সেবা প্রদান করা হয় ইন্টারনেটের মধ্য দিয়ে৷ তিন বছরেরও বেশি সময় ধরে তিনি এই প্রতিষ্ঠানটির কার্যক্রম চালিয়ে যাচ্ছেন৷ যুক্তরাষ্ট্রে অবস্থিত একই ধরণের একটি প্রতিষ্ঠানের থেকে অনুপ্রেরণা নিয়ে তিনি এই প্রতিষ্ঠানটি গোড়ে তোলেন৷
হাস্যোজ্জ্বল মুখে তিনি জানান, ডেটিং এজেন্সিগুলো দশকের পর দশক ধরে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে৷ আর তাঁর প্রতিষ্ঠানটি করছে সহজে পার্টনারদের আলাদা হবার কাজ৷ তিনি আরও জানান যে মক্কেলরা তাকে আগাম অর্থ দেন এবং একটি চার পাতার চুক্তি সই করেন৷ এই সম্পর্ক না রাখার পেছনে তিন-চারটি কারণ উল্লেখ করার পরই তিনি পরবর্তী পদক্ষেপ নেন৷ তাঁর মতে, এটি মুখ বন্ধ করে থাকার কোন বিষয় নয়৷
তাঁর প্রতিষ্ঠান চার ধরণের সেবা প্রদান করে থাকে৷ ‘আসুন বন্ধু হই'- ২৯.৯৫ ইউরোর বিনিময়েই এই সেবা পাওয়া যাবে৷ আর এর সব কিছুই হবে ফোনের মাধ্যমে৷ একই পরিমাণ অর্থের বিনিময়ে ও একই পদ্ধতি অনুসরণ করে দ্বিতীয় সেবাটি৷ আর এর নাম- ‘আমায় একা থাকতে দাও'৷যখন মক্কেল তার সঙ্গী বা সঙ্গিনীর কাছ থেকে কিছু শুনতে চান না তখনই এই ব্যবস্থা৷
আর ‘বিচ্ছেদ যখন চিঠির মাধ্যমে' তখন এতে আরও দশ ইউরো যোগ করলোই অসুখী রোমিও জুলিয়েটের বিচ্ছেদ ঘটাবার জন্য এই এজেন্সি চিঠি পাঠাবার ব্যবস্থা গ্রহণ করে থাকে৷
আর সর্বশেষ সেবাটি ‘একান্ত বিচ্ছেদ'৷আর এর জন্য গুনতে হবে ৬৪.৯৫ ইউরো৷ এই সেবাটি কেউ নিতে চাইলে ড্রেসলার নিজেই হাজির হন মঞ্চে৷ হঠাৎ বাড়ির দরজায় গিয়ে জানিয়ে আসেন বিচ্ছেদের করুণ বার্তা৷
ড্রেসলার জানান, তাঁর মক্কেল নিজেই বেছে নিতে পারেন বিচ্ছেদের সংবাদটি কিভাবে পৌঁছানো হবে, কড়া করে না কি নরম করে৷ তবে ব্যক্তিগত ভাবে তিনি এটা মেনে নিতে পারেন না৷ আর এর কারণ, তিনি এই প্রজন্মের মানুষ নন৷ তিনি মনে করেন, এখনকার মানুষ কম দায়িত্বসম্পন্ন৷ আর এখন মানুষের কাছে যেন তার সঙ্গীর কোন মূল্যই নেই৷ তারা এখন একজনকে ছেড়ে আর একজনকে চটপট খুঁজে নেন৷ তিনি জানান, তাঁর মক্কেলদের বেশির ভাগই নারী এবং বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷
বর্তমানে জার্মানিতে বিবাহ বিচ্ছেদের ঘটনা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ শতাংশে৷ বেড়েছে এতটাই যে, জার্মানির ডুসেলডর্ফ শহরে এবছর হতে চলেছে বিবাহ বিচ্ছেদ মেলা৷ এ মেলায় শুধুমাত্র বিবাহ বিচ্ছেদের বিশেষ আইনজীবি, আর্থিক উপদেষ্টাই নয়, থাকবেন ডেটিং ওয়েব-সাইটের প্রতিনিধিরা এবং পুষ্টিবিদরাও৷
এই সেবার পাশাপাশি ড্রেসলার আরও একটি ইন্টারনেট ভিত্তিক সেবা চালু করেছেন৷ আর এই সেবার নাম ‘আমায় মাফ কর'৷ যখন কেউ কোন ভুল করে বা এমন কোন ঘটনা ঘটিয়ে ফেলেন যার কারণে তিনি ক্ষমাপ্রার্থী, তখন তিনি ড্রেসলারের খোঁজ করতে পারেন৷ এবং অর্থের বিনিময়ে তাদের হয়ে হয়ে ক্ষমা চাইবে তাঁর প্রতিষ্ঠান৷
প্রতিবেদক: আসফারা হক
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক