এবার মস্কোর আবাসিক এলাকাতেও ড্রোন হামলা
ইউক্রেন যুদ্ধ শুরুর পর মঙ্গলবার প্রথমবারের মতো মস্কোর আবাসিক এলাকায় ড্রোন হামলা হয়েছে৷ ইউক্রেন এই হামলা চালায়নি বলে দাবি করেছে৷ পুটিন বলছেন, এই হামলার মাধ্যমে রাশিয়াকে ভয় দেখানো ও উসকানোর চেষ্টা করা হয়েছে৷
প্রথমবার হামলা
ইউক্রেন যুদ্ধ শুরুর পর মঙ্গলবার প্রথমবারের মতো মস্কোর আবাসিক এলাকায় ড্রোন হামলা হয়েছে৷ তবে এতে কেউ মারাত্মকভাবে আহত হননি বলে রুশ কর্মকর্তারা জানিয়েছেন৷ তবে কয়েকটি আবাসিক ভবনে ‘সামান্য’ ক্ষতি হয়েছে বলে জানান তারা৷ এর আগে চলতি মাসে ক্রেমলিনের উপর দুটো ড্রোন রুখে দেয়া হয়েছিল৷
৮টি ড্রোন
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মস্কোতে আটটি ড্রোন দিয়ে হামলা করা হয়৷ এর মধ্যে কিছু ভূপতিত ও কিছু ড্রোনের দিক পরিবর্তন করে দেয়া হয়৷ অভিজাত এলাকা দক্ষিণ-পশ্চিম মস্কোর দুটি উঁচু আবাসিক ভবনে দুটি ড্রোন ভেঙে পড়ে৷ আরেকটি, অন্য এলাকার এক ভবনে কিছুটা ক্ষতি করেছে৷ বাকিগুলো মস্কোর বাইরে পড়েছে৷ অবশ্য রাশিয়ার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সম্পর্কিত টেলিগ্রাম চ্যানেল ‘বাজা’য় ২৫টির বেশি ড্রোনের কথা বলা হয়েছে৷
অকল্পনীয়
মস্কোর স্থানীয় কিছু ব্যক্তি বলছেন, তারা কখনও ভাবেননি যে রাশিয়ার রাজধানীতে এমন হামলা হতে পারে৷ মস্কোর দক্ষিণ-পশ্চিমের পেনশনভোগী তাতিয়ানা কালিনিনা এএফপিকে বলেন, ‘‘আমি ভেবেছিলাম এসব অনেক দূরে ঘটে৷ এগুলো আমাদের পর্যন্ত আসবে না৷ কিন্তু এখন হঠাৎ করেই এগুলো এত কাছে চলে এসেছে৷’’ ছবিতে মস্কোতে হামলা করা একটি ড্রোনের অংশ দেখা যাচ্ছে৷
ইউক্রেনের অস্বীকার
ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ট কর্মকর্তা মিখাইলো পোডোলিয়াক মস্কোয় ড্রোন হামলার সঙ্গে কিয়েভের সরাসরি জড়িত থাকার কথা অস্বীকার করেছেন৷ তবে ‘এমন ঘটনা প্রত্যক্ষ করে তারা আনন্দিত’ এবং ভবিষ্যতে এমন হামলা আরও হতে পারে বলে জানিয়েছেন৷ ছবিতে ড্রোন হামলার পর মস্কোর এক অ্যাপার্টমেন্ট ব্লকের বাইরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে৷
রাশিয়ার প্রতিক্রিয়া
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন মঙ্গলবার বলেন, মস্কোতে ড্রোন হামলার মাধ্যমে রাশিয়াকে ভয় দেখানো ও উসকানোর চেষ্টা করা হয়েছে৷ মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করার অঙ্গীকার করেন তিনি৷ এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বুধবার বলেন, মস্কোতে ড্রোন হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ‘নিন্দা না জানানোর’ বিষয়টি রাশিয়া খেয়াল করেছে৷
হোয়াইট হাউসের প্রতিক্রিয়া
মস্কোতে ড্রোন হামলা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে জানিয়ে হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জ্য-পিয়ের বলেন, ‘‘আমরা রাশিয়ার ভেতরে হামলা সমর্থন করি না৷ দ্যাটস ইট৷ পিরিয়ড৷’’ ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেয়া দেশগুলোর অন্যতম যুক্তরাষ্ট্র৷ তবে তাদের শর্ত হচ্ছে, এগুলো শুধু নিজেদের প্রতিরক্ষার কাজে এবং রাশিয়ার দখল করা এলাকা মুক্ত করতে ব্যবহার করা যাবে৷
কিয়েভে টানা তৃতীয় দিন হামলা
মঙ্গলবার কিয়েভে রাশিয়া টানা তৃতীয় দিনের মতো ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে৷ ইউক্রেন বলছে, রাশিয়ার নিক্ষেপ করা ৩১টির মধ্যে ২৯টি ড্রোন ভূপতিত করা হয়েছে৷ ছবিতে মঙ্গলবার কিয়েভে রাশিয়ার ড্রোন হামলার পর একটি ভবনে আগুন দেখা যাচ্ছে৷
রাশিয়ার তেল শোধনাগারে ড্রোন হামলা
রাশিয়ার কর্মকর্তারা বলছেন, কৃষ্ণসাগরের পাশে অবস্থিত তেল রপ্তানি করতে ব্যবহৃত দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ টার্মিনাল নভোরোসিস্ক বন্দর থেকে ৬৫-৮০ কিলোমিটার পূর্বে অবস্থিত দুটি তেল শোধনাগারে বুধবার ড্রোন হামলা হয়েছে৷ হামলার কারণে একটিতে আগুন ধরেছে, অন্যটিতে কোনো ক্ষতি হয়নি৷ রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া এই তথ্য জানিয়েছে৷ মস্কোয় ড্রোন হামলার পরদিন এই হামলা হলো৷ উপরের ছবিটি ফাইল থেকে নেয়া৷