1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার মেলানিয়া ট্রাম্পের স্থাপত্য ডিগ্রি নিয়ে প্রশ্ন

২৯ জুলাই ২০১৬

কদিন আগেই যুক্তরাষ্ট্রের বর্তমান ফার্স্ট লেডি মিশেল ওবামার বক্তব্য ‘চুরি'র অভিযোগ উঠেছিল ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের বিরুদ্ধে৷ এবার তাঁর বিশ্ববিদ্যালয় ডিগ্রি নিয়ে প্রশ্ন উঠেছে৷

https://p.dw.com/p/1JYVL
USA Melania Trump in New York
ছবি: picture-alliance/dpa/ZUMA Press/B. Tesfaye

২০১২ সালে melaniatrump.com নামে মেলানিয়া ট্রাম্পের একটি ওয়েবসাইট চালু হয়৷ সেখানে প্রকাশিত আত্মজীবনীতে লেখা ছিল, স্লোভেনিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে ডিজাইন ও স্থাপত্যের ওপর তাঁর একটি ডিগ্রি আছে৷ তবে মার্কিন বিভিন্ন গণমাধ্যমে গত কয়েকদিন ধরে তাঁর এই ডিগ্রি সঠিক কিনা তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল৷ এরপর বৃহস্পতিবার থেকে কেউ মেলানিয়া ট্রাম্পের ঐ ওয়েবসাইটে প্রবেশ করতে চাইলে তাঁকে ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক ওয়েবসাইটে নিয়ে যাওয়া হচ্ছে৷

মেলানিয়া ট্রাম্প নিজে তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে এই পরিবর্তনের কথা জানিয়েছেন৷

এর আগে বিভিন্ন ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে মেলানিয়া ট্রাম্প বলেছিলেন, স্লোভেনিয়ায় ডিজাইন ও স্থাপত্যের উপর বিশ্ববিদ্যালয় পর্যায়ের পড়াশোনা শুরু করেছিলেন তিনি৷ কিন্তু মডেল হিসেবে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে মাত্র এক বছর পরই তিনি বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে ফেলেন৷

উল্লেখ্য, মাত্র কদিন আগেই রিপাবলিকানদের কনভেনশনে দেয়া বক্তব্যে মেলানিয়া ট্রাম্প বর্তমান ফার্স্ট লেডি মিশেল ওবামার বক্তব্য থেকে কিছু অংশ ‘চুরি' করেছেন বলে অভিযোগ উঠেছিল৷

জেডএইচ/এআই (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য