1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বাজারে আগুন, নিহত তিন

২ এপ্রিল ২০২১

উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে তিনজনের, আহত কয়েকজন৷

https://p.dw.com/p/3rWP5
প্রতীকী ছবিছবি: Stringer/REUTERS

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ইমদাদুল হক জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে রাজাপালং ইউনিয়নের কুতুপালং বাজারে আগুন লাগার পর প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনা হয়৷

ততক্ষণে বেশ কিছু দোকান ও স্থাপনা পুড়ে যায় এবং ফায়ার সার্ভিস কর্মীরা তিনজনের লাশ উদ্ধার করে বলে উখিয়া থানার ওসি মো. সঞ্জুর মোর্শেদ জানান৷

নিহতরা হলেন ২০ বছর বয়সি আমান উল্লাহ, ২৫ বছর বয়সি ফরিদুল ইসলাম ও ২২ বছর বয়সি মো. আইয়াস৷

ফায়ার সার্ভিস কর্মকর্তা ইমদাদুল আরো জানান, কুতুপালং বাজারে একটি দোকানে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে, তবে আগুনের সূত্রপাতের বিষয়ে তারা এখনও নিশ্চিত নন৷ তিনি বলেন ‘‘আগুন লাগলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়৷ পরে আমাদের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় ভোর সোয়া ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে৷ তিনজনের মৃতদেহ আমরা উদ্ধার করেছি, আহতদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় বিভিন্ন হাসপাতাল এবং উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷’’

গত ২২ মার্চ উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে৷ সরকারি হিসেবে সেই অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু হয় এবং ৯ হাজার ৩০০ পরিবারের আনুমানিক ৪৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

২৫ মার্চের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য