লাহোর কনসুলেটও খালি করল যুক্তরাষ্ট্র
৯ আগস্ট ২০১৩পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহরের কনসুলেট থেকে ‘অপরিহার্য নয়' এমন সব কর্মকর্তাকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ১৯টি দূতাবাস বন্ধ রাখার পরপরই নেয়া হলেও বলা হয়েছে, দুটোর মধ্যে সরাসরি কোনো সম্পর্ক নেই৷ যুক্তরাষ্টের লাহোর দূতাবাসের মুখপাত্র মেগান গ্রেগরিস বলেছেন, ‘‘কনসুলেটে হামলার স্বতন্ত্র হুমকি সংক্রান্ত একটি তথ্য পেয়েছি বলেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জরুরি কাজে নিয়োজিত কর্মকর্তাদের ছাড়া বাকিদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷'' এ সিদ্ধান্ত অনুযায়ী লাহোর কনসুলেটের বেশির ভাগ কর্মকর্তাই চলে যাচ্ছেন ইসলামাবাদ দূতাবাসে৷ লাহোর কনসুলেট খালি করার পাশাপাশি আরেকটি ব্যবস্থাও নিয়েছে যুক্তরাষ্ট্র৷ সাধারণ নাগরিকদের এ মুহূর্তে পাকিস্তানে যাওয়ার ব্যাপারেও সতর্ক করে দেয়া হয়েছে৷ আল কায়েদার হামলার আশঙ্কায় এর আগে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ১৯টি দেশের দূতাবাস সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র৷ তবে লাহোর দূতাবাসে পাকিস্তান ও পাকিস্তানের বাইরের কয়েকটি ইসলামি জঙ্গি সংস্থার তরফ থেকে হুমকি আসার কথা জানিয়েছেন মেগান গ্রেগরিস৷
এদিকে ইয়েমেনে ড্রোন বিমান হামলায় কমপক্ষে ১২ জন আল-কায়েদা সদস্যকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র৷ রিয়াদে পশ্চিমা দেশগুলোয় হামলা চালানোর পরিকল্পনাকারী সন্দেহে দুজন আল-কায়েদা সদস্যকে গ্রেফতার করেছে সৌদি আরব সরকার৷
এসিবি / এসবি (রয়টার্স, এএফপি, এপি)