এবার সিএনজি’র দাম বাড়ছে
১০ মে ২০১১গেল সপ্তাহে বাংলাদেশে সবধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২ টাকা বাড়ান হয়েছে৷ আর এবার বাড়ান হচ্ছে সিএনজির দাম৷ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন বলেন, ভর্তুকি কমাতে আগেই গ্যাসের দাম বাড়ান উচিত ছিল৷ তবে এবার সব ধরনের গ্যাসের দাম না বাড়িয়ে শুধু সিএনজির দাম বাড়ান হচ্ছে৷ সামনের সপ্তাহেই নতুন দাম কার্যকর হতে পারে৷
সিএনজি পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন নয়ন বলেন, এতে সাধারন মানুষের ওপর চাপ বাড়বে৷ সিএনজির এই দাম বাড়ানোর আগে এনার্জি রেগুলেটরি কমিশন গণশুনানির আয়োজন করে৷ জাকির হোসেন জানান, শুনানিতে বিভিন্ন শ্রেনির মানুষ অংশ নিয়ে তাদের মতামত দেন৷ কিন্তু সবার মতামতকে গুরুত্ব না দিয়ে কিছু লোকের মতামত অনুযায়ী গ্যাসের দাম বাড়ান হচ্ছে৷
জাবাবে সৈয়দ ইউসুফ হোসেন বলেন, সবার কথা তারা শুনেছেন, কিন্তু সবার কথা মানতে হবে এমন কোন কথা নেই৷ তারা যৌত্তিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন৷
বাংলাদেশে যানবাহনের জ্বালানি হিসেবে সিএনজি ব্যবহার করা হয়৷ বিশ্লেষকরা বলছেন, এখন সিএনজির দাম বাড়লে বাজেটের আগে নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং যাত্রীভাড়া আরেক দফা বাড়বে৷ সাধারণ মানুষ যেমন চাপের মুখে পড়বেন, তেমনি মধ্যবিত্তের পক্ষে প্রাইভেট কার ব্যবহার হবে ব্যয়সাপেক্ষ৷ আর সিএনজি পাম্প মালিকরা তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক