এবার সেফ হোমে জামায়েত নেতা আব্দুল কাদের মোল্লা
১৫ জুন ২০১১জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর পর গতকাল সেফ হোমে নিয়ে দিনভর জিজ্ঞাসাবাদ করা হয় জামায়াত নেতা মাওলানা কামারুজ্জামানকে৷ জিজ্ঞাসাবাদের সময় পাশের কক্ষে একজন ডাক্তার এবং কামারুজ্জামান মনোনীত একজন আইনজীবী উপস্থিত ছিলেন৷ দুপুরে একঘন্টা বিরতি দিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের তদন্ত কমর্কর্তারা৷
সন্ধ্যার ব্রিফিংয়ে প্রধান তদন্ত কর্মকর্তা সানাউল হক জানান, কামরুজ্জামানকে মিরপুরের আলোকদি এবং শেরপুরের গণহত্যা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়৷ জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন৷ শিগগিরই তার বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট দেয়া হবে৷
এদিকে জামায়াত নেতা কামারুজ্জামানের আইনজীবী তাজুল ইসলাম তাকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের অভিযোগ করেন৷ তিনি অভিযোগ করেন, জিজ্ঞাসাবাদকারীরা সেফ হোমের নীতিমালা মানছেন না৷ তবে প্রধান তদন্ত কর্মকর্তা সানাউল হক এই অভিযোগ অস্বীকার করেন৷
জিজ্ঞাসাবাদ শেষে মাওলানা কামারুজ্জামানকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে৷ আজ সেফ হোমে জিজ্ঞাসাবাদ করা হবে আরেক জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক