1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার সোনা ব্যবসায়ী সাকিব

২৪ আগস্ট ২০২১

ক্রিকেট খেলার পাশাপাশি নানা সময় নানা ব্যবসায় জড়িয়েছেন সাকিব আল হাসান৷ সেগুলোর কোনটি সফল, কোনটি বিফল হয়েছে৷

https://p.dw.com/p/3zPRt
ক্রিকেটার সাকিব আল হাসানছবি: Getty Images/M. Melville

বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এক প্রতিবেদনে জানায়, সাকিব সোমবার সোনা ব্যবসাতেও নিজের নাম লিখিয়েছেন৷

সঞ্চয়ের জন্য, ভবিষ্যতের জন্য, দেশের সব মানুষের জন্য এলো এক সুখবর- এই ভাষাতে বিজ্ঞাপন দিয়ে নিজের নতুন ব্যবসার জানান দিলেন সাকিব আল হাসান৷ বিজ্ঞাপনে তিনি জানিয়েছেন যে বাংলাদেশে ব্যাংকিং বিনিয়োগে সুদের হার নিম্নগামী তাই তিনি এই হালাল পথ বেছে নিয়েছেন৷  

‘‘স্বর্ণ আমদানি হালাল৷ স্বর্ণে বিনিয়োগও হালাল৷ দেশের ব্যাংকিং বিনিয়োগে সুদের হার ক্রমশ নিম্নগামী, তাই হালাল ও নিরাপদ বিকল্প হিসেবে স্বর্ণে বিনিয়োগ করে নিশ্চিন্তে থাকুন,''  বলেছেন বিশ্বসেরা এই ক্রিকেটার৷

সাকিব তার প্রতিষ্ঠান থেকে খাঁটি সোনা কেনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান৷ তিনি বলেন, ‘‘আপনার ব্যক্তিগত প্রয়োজনে অথবা আপনার ব্যবসায়িক প্রয়োজনে আমার প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে দেশে বৈধভাবে, সঠিকভাবে ওজনের খাঁটি স্বর্ণ আমদানি করতে পারেন অথবা আমদানিকৃত স্বর্ণ ক্রয় করতে পারেন৷''

পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনে ঢাকা ও রংপুর অফিসের ঠিকানাও দেওয়া হয়েছে৷

প্রসঙ্গত, ব্যবসায় এর আগেও বিনিয়োগ করেছেন সাকিব৷ রেস্টুরেন্ট, শেয়ার বাজার, বিদ্যুৎকেন্দ্র, প্রসাধনী, ট্রাভেল এজেন্সি, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট, কাঁকড়া ও কুঁচের খামারসহ বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে তার৷

এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন সাকিব৷ নিউ জিল্যান্ড সিরিজে খেলতে মঙ্গলবারই দেশে ফেরার কথা তার৷

এআই/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)