1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার হলো না বেলজিয়ান চমক

১০ জুলাই ২০১৮

আন্ডারডগ হিসেবে বিশ্বকাপে এসে একের পর এক চমক দেখিয়েছে বেলজিয়াম৷ বিশ্বকাপ জেতার স্বপ্নও দেখিয়েছে অনেককে৷ কিন্তু সেমিফাইনালে ফ্রান্সের সঙ্গে আর পারলো না৷ দাপট দেখিয়ে খেলেও হার মানতে হলো ১-০ গোলে৷

https://p.dw.com/p/31Al2
FIFA Fußball-WM 2018 in Russland | Halbfinale -Frankreich vs Belgien | Jubel (1:0)
ছবি: Reuters/M. Dalder

৮৬'র বিশ্বকাপের কথা কি ভুলতে পারবে বেলজিয়াম? সেবারই একমাত্র ও প্রথমবার এমন আসরে সেমিফাইনাল খেলেছিল তারা৷ তখন আর্জেন্টিনার কাছে শেষ চার থেকে বিদায়ের পর তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচটি হয়েছিল ফ্রান্সের বিপক্ষেই৷ ৪-২ গোলে হেরেছিল তারা৷ ৩২ বছর পর আবারো এমন কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসরে ফ্রেঞ্চদের মুখোমুখি বেলজিয়াম৷ অবশ্য ২০১৫-তে আছে প্রীতি ম্যাচ জয়ের স্বাদ৷

এদিকে, গ্যালারির ভিভিআইপি বক্সে ফ্রান্সের যুবক প্রেসিডেন্ট এমানুয়ের মাক্রোঁ৷ তাই মাঠে অনুপ্রাণিত গাঢ় নীল জার্সি পরা ফ্রান্সের যুবক ফুটবলাররা৷ অন্যদিকে, প্রতিপক্ষের শক্তিও আরেক ফ্রেঞ্চ৷ তিনি থিয়েরি অঁরি৷ এই সাবেক ফ্রেঞ্চ তারকা স্ট্রাইকার এখন বেলজিয়ামের সহকারী কোচ৷ আর ফ্রেঞ্চ কোচ দেশঁ কীভাবে চিন্তা করেন তাও জানা আছে তাঁর৷ তাই এখানে আছে গুরুশিষ্যের লড়াইও৷

FIFA Fußball-WM 2018 in Russland | Halbfinale -Frankreich vs Belgien | Final (1:0)
ম্যাচ শেষে এভাবেই লাফিয়ে উঠেছিলেন মাক্রোঁছবি: Reuters/T. Hanai

এদিকে, উরুগুয়ের সঙ্গে জয়ী দলকেই মাঠে নামান দেশঁ৷ তবে একটি পরিবর্তন ছিল৷ সাসপেনশন কাটিয়ে দলে ফিরেছেন সেন্ট্রাল মিডফিল্ডার মাটুইডি৷ এর অর্থ বাদ গেছেন টলিসো৷ তবে বেলজিয়াম দলের ফরমেশনে ব্যাপক পরিবর্তন করেছেন রবার্টো মার্টিনেজ৷ রাইট ব্যাক মুনিয়ের এই ম্যাচের জন্য নিষিদ্ধ থাকায়, তার জায়গায় নামিয়ে এনেছেন চাডলিকে৷ আর ডে ব্রয়নেকেও মিডফিল্ড থেকে নামিয়ে লেফটব্যাকে নিয়ে এসেছেন৷ ডেম্বেলে মিডফিল্ড পর্যন্ত খেলবেন৷ এমন কম্বিনেশনে আগে খেলেনি বেলজিয়াম৷

সে যাই-হোক, কাগজে কলমে ফ্রান্স যে এগিয়ে, তাতে কোনো ভুল নেই৷ কিন্তু এগিয়ে ছিল ব্রাজিলও৷ কিন্তু এই বেলজিয়ামের ফেলাইনি, ডে ব্রয়নে, চাডলি, লুকাকুরা একসঙ্গে হলে কী করতে পারেন, তা এই আসরে অন্তত হাড়ে হাড়ে টের পেয়েছে সবাই৷

এদিনও সেন্ট পিটার্সবুর্গ স্টেডিয়ামে শুরু থেকেই তাদের সামলাতে গলদঘর্ম হতে হচ্ছিল ফ্রেঞ্চ ডিফেন্সকে৷ দু'একবার দলকে বাঁচিয়ে দিয়েছেন ফ্রেঞ্চ গোলরক্ষক লরিস৷ যেমন, ২২ মিনিটে বেলজিয়ান ডিফেন্ডার আলডেরভেরিল্ড ১৪ গজ দূরে থেকে ঘুরিয়ে শট করেন বাঁ পায়ে৷ কিন্তু সেখানে লরিসের দক্ষতা ছিল অনন্যসাধারণ৷ বিপদ হলো না ফ্রান্সের জন্য৷

FIFA Fußball-WM 2018 in Russland |  Halbfinale -Frankreich vs Belgien
বেশ চাপিয়ে খেলেছে বেলজিয়ামছবি: Reuters/S. Perez

এরই মধ্যে গ্রিজমানকে কেন্দ্র করে ফ্রান্স দু‘একবার আক্রমণ চালিয়েছে৷ কিন্তু সেখান থেকে কোনো সফলতা আসেনি দেশঁর শিষ্যদের৷

২৪ মিনিটে নিজেদের ডিফেন্স থেকে ফ্রেঞ্চ ডিফেন্ডার উমতিতি লম্বা এক পাস দেন জিরুডের কাছে৷ কিন্তু বিশ্বকাপের খেলায় গত সাত ঘন্টায় কোনো বলই টার্গেটে শট নিতে পারেননি এই চেলসি ফরোয়ার্ড৷ ম্যাচের প্রথমার্ধেও সেই ধারা অব্যাহত রাখলেন৷

৩৯ মিনিটে এবার পরিষ্কার সুযোগ হাতছাড়া করলেন পাভার্ড৷ স্টুটগার্টের এই ডিফেন্ডার এমবাপের একটি পাস থেকে বেলজিয়ান গোলরক্ষক কোর্টোয়াকে সামনাসামনি পেয়ে যান৷ কিন্তু তাঁকে অতিক্রম করতে পারেনি তাঁর বাড়ানো বলটি৷

অতিরিক্ত সময়ে আরেকবার আক্রমণে বেলজিয়াম৷ ডে ব্রয়নের ক্রস ক্লিয়ার করতে ব্যর্থ হন উমতিতি৷ এতে করে পরিষ্কার সুযোগ এসে যায় লুকাকুর সামনে৷ কিন্তু পায়ে ঠিকমত লাগাতে পারেননি তিনি৷ গোলশূন্য থাকে প্রথমার্ধ৷

দ্বিতীয়ার্ধে আবারো চড়ে বসে বেলজিয়াম৷ গতিময় ফুটবলে ব্যতিব্যস্ত করে রাখে নীল শিবিরকে৷

কিন্তু দেশঁ যেন এবার শিষ্যদের মন্ত্র পড়িয়েই পাঠিয়েছেন৷ ৫১ মিনিটে গ্রিজমানের কর্নার থেকে বার্সেলোনার তারকা সেন্ট্রাল ডিফেন্ডার উমতিতি উড়ে এসে হেড করেন৷ আর তাতেই পরাস্ত কোর্টোয়া৷ ১-০-তে এগিয়ে যায় ফ্রান্স৷

FIFA Fußball-WM 2018 in Russland |  Halbfinale -Frankreich vs Belgien | Jubel (1:0)
গোলের পর উমতিতির উল্লাসছবি: Reuters/L. Smith

৫৫ মিনিটে আবারো সুযোগ৷ গ্রিজমান-এমবাপের চমৎকার একটি সেটপিস থেকে বল পান জিরুড৷ কিন্তু ব্যর্থতা যেন লেখা আছে তাঁর পায়ে৷

৬১ মিনিটে এবার লাল শিবিরের আক্রমণ৷ ১৬ গজ দূর থেকে শট নেবার সুযোগ আসে ডে ব্রয়নের সামনে, যেটি কাজে লাগাতে পারেননি তিনি৷ ৬৫ মিনিটে ডানপাশ থেকে আসা একটি ক্রস থেকে বল চলে আসে ম্যানচেস্টার ইউনাইটেড হেড মাস্টার ফেলাইনির মাথায়৷ কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয় তা৷

এভাবেই পরতে পরতে উত্তেজনা ছড়িয়ে এগিয়ে চলে ম্যাচ৷ গড়াতে থাকে পরিণতির দিকে৷ আর তার প্রতিক্রিয়ায় কখনো লাল আর নীল গ্যালারির মধ্যে ভাগাভাগি হয় অনুভূতি৷ এদিকে কখনো মেঘ তো, ওদিকে রোদ ঝলমল৷

৭৫ মিনিটে আবারো বেলজিয়ান অ্যাটাক৷ মের্টেন্সের পাওয়ার শট ঠেকিয়ে দেন লরিস৷ ৮০ মিনিটে গ্রিজমানের ফ্রিকিক থেকে বল পেয়েও সুবিধা করতে পারেননি পগবা৷ বারের ওপর দিয়ে হেড করেন৷

অতিরিক্ত সময়ে গ্রিজমান ও বদলি খেলোয়াড় টলিসো দু'জনই পরিষ্কার সুযোগ পেয়েছিলেন ব্যবধান বাড়ানোর৷ কিন্তু কেউই কোর্টোয়াকে পরাভূত করতে পারেননি৷ তাই এই ব্যবধানেই শেষ হয় ম্যাচ৷ ১৯৯৮ ও ২০০৬-এর পর তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে পৌঁছাল ফ্রান্স৷ 

FIFA Fußball-WM 2018 in Russland | Halbfinale -Frankreich vs Belgien | Final (1:0)
ফাইনাল খেলা হলো না বেলজিয়ামেরছবি: Reuters/H. Romero

বুধবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য