1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক মহিলা প্রার্থী

হাফসা হোসাইন১৫ ডিসেম্বর ২০০৮

২৯শে ডিসেম্বর বাংলাদেশের নবম জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা অন্যান্যবারের তুলনায় অনেক বেড়েছে৷ নারীর অধিকার বাস্তবায়নের পথে একে বেশ উত্সাহজনক একটি প্রবণতা হিসেবে দেখছেন নারীবাদী কর্মীরা৷

https://p.dw.com/p/GGXc
মানবাধিকার সংস্থাগুলোর দাবি, জাতীয় সংসদ নির্বাচনে মহিলাদের অংশগ্রহণ বাড়ায় তা নারী অধিকার আদায়ের পথ সুগম করবে (ফাইল ফটো)ছবি: AP

আসন্ন নির্বাচনে মোট ৮৩ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানিয়েছে একটি স্থানীয় দৈনিক৷ ২০০১ সালের নির্বাচনে এই সংখ্যা ছিলো মাত্র ৩৮৷ সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের ৩০০টি আসনের বাইরে নারীদের জন্য ৪৫টি আসন সংরক্ষিত রয়েছে৷

এবারের নির্বাচনে প্রধান দুই রাজনৈতিক দল থেকেই মনোনয়ন দেয়া হয়েছে ৪০ জন নারীকে৷ এছাড়া জাতীয় পার্টি, সিপিবি, গণফোরাম, ওয়ার্কার্স পার্টি, বিকল্প ধারা, এলডিপি এবং অন্যান্য দল থেকে মনোনয়ন পেয়েছেন ৩২ জন নারী৷ ১১ জন নারী লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে৷ নারী প্রার্থীদের মধ্যে সাবেক দুই প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া লড়ছেন ৩টি করে আসনে৷ বিভিন্ন দল নির্বাচনে নারী প্রার্থী দিলেও বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের অন্যতম শরিক দল জামায়াতে ইসলামীর কোন নারী প্রার্থী নেই৷

এবারের নির্বাচনেই রেকর্ড সংখ্যক নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ মহিলা পরিষদের প্রধান আয়েশা খানম একে ভালো লক্ষণ বলে অভিহিত করেছেন৷ তবে তাঁর মতে, নারীর অধিকার এবং ক্ষমতায়নের পূর্ণ বাস্তবায়নের জন্য আরো বহু পথ যেতে হবে৷ অনেক নারীই এখনও তার অধিকার সম্পর্কেই সচেতন নয়৷

সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া৷ এবারই প্রথম পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি৷ মোট ৮ কোটি ১০ লাখ ৫৮হাজার ছয়শো আটানব্বই জন ভোটারের মধ্যে ৪ কোটি ১২ লাখ ছত্রিশ হাজার একশো উনপঞ্চাশ জনই নারী৷