এবারের বিশ্বকাপে শূন্য বেশি যাঁদের
ক্রিকেটের বিশ্ব আসরে দুবার করে শূন্য রানে আউট হয়েছেন নয়জন খেলোয়াড৷ বোলারদের পাশাপাশি নামকরা ব্যাটসম্যানরাও আছেন এই তালিকায়৷ ২ জুলাই পর্যন্ত তাঁদের ব্যাটিং পরিসংখ্যান জেনে নিন ছবিঘরে৷
শোয়েব মালিক, পাকিস্তান
বিশ্বকাপে তিন ম্যাচে ব্যাট করতে নেমে দুই ম্যাচেই শূন্য করেন পাকিস্তানের মিডলঅর্ডার ব্যাটসম্যান শোয়েব মালিক৷ আরেক ম্যাচে ৮ রান তোলেন এই সাবেক অধিনায়ক৷
জনি বেয়ারস্টো, ইংল্যান্ড
আট ইনিংসের একটিতে সেঞ্চুরি এবং দুইটিতে হাফ সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান দুইবার আউট হন কোনো রান করার আগেই৷ এবারের বিশ্বকাপে তার মোট রান ৩৬৬ রান৷এর মধ্যে এক ইনিংসেই করেছিলেন ১১১ রান৷
অ্যাঞ্জেলো ম্যাথিউস, শ্রীলঙ্কা
অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস নিজেদের ৬ ম্যাচে সুযোগ পেয়ে ২ দুটিতে শূন্য রানে আউট হন৷ এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কার সাবেক অধিনায়কের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ অপরাজিত ৮৫৷ ছয় ইনিংসে মোট তুলেছেন ১৩১ রান৷
ফখর জামান, পাকিস্তান
সাত ইনিংস ব্যাট করে দুইবারই শূন্যে বিদায় নেন পাকিস্তানের ব্যাটসম্যান ফখর জামান৷ এই বিশ্বকাপে তার মোট সংগ্রহ ১৭৩ রান৷ এক ইনিংসে সর্বোচ্চ তুলেছেন ৬২ রান৷
মার্টিন গাপটিল, নিউজিল্যান্ড
সাত ইনিংস ব্যাট করে দুইবার শূন্য রানে আউট হন নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান৷ ২৬ দশমিক ৩৩ গড়ে এবারের বিশ্বকাপে ২ জুলাই পর্যন্ত তার মোট রান ১৫৮৷ সর্বোচ্চ স্কোর অপরাজিত ৭৩৷
নুয়ান প্রদীপ, শ্রীলঙ্কা
তিন ম্যাচে ব্যাটিং করে দুই ম্যাচে কোনো রান তুলতে পারেননি এই শ্রীলঙ্কান বোলার৷ অন্য ম্যাচে অপরাজিত ছিলেন ১ রানে৷
মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ
সাত ম্যাচের মধ্যে ৩ তিনটিতে ব্যাটিং করতে নামতে হয়েছিল বোলার মুস্তাফিজুর রহমানকে৷ এর মধ্যে দুবার করেছেন শূন্য৷ অন্য ম্যাচেও কোনো রান করার আগে ইনিংস শেষ হয়ে যায়৷
ইমরান তাহির, সাউথ আফ্রিকা
সাত ম্যাচের মধ্যে চারটিতে ব্যাট করতে হয় সাউথ আফ্রিকার স্পিনার ইমরান তাহিরকে৷ এর মধ্যে দুবার শূন্য রানে আউট হন তিনি৷ অন্য দুই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১০ এবং পাকিস্তানের বিপক্ষে ১ রানে অপরাজিত ছিলেন তিনি৷
মুজিবুর রহমান, আফগানিস্তান
ছয় ম্যাচের পাঁচটিতে ব্যাট করেন আফগানিস্তানের বোলার মুজিবুর রহমান৷ এর মধ্যে দুই বার শুন্য রানে আউট হন৷ একবার অপরাজিত ছিলেন ১ রানে৷ সর্বোচ্চ ইনিংস ১৩ রানের৷