এভারেস্ট জয়ের সনদ পেলেন মুসা ইব্রাহীম
২৬ মে ২০১০মুসা ইব্রাহীম, পেশা সাংবাদিক৷ বয়স ৩০ -- এতদিন এই পরিচয় থাকলেও এবার আসল পরিচয়, প্রথম বাংলাদেশী এভারেস্ট জয়ীর নাম মুসা ইব্রাহীম৷ এই জয়ের দু’দিন পর ৫,১৮০ মিটার উঁচুতে অবস্থিত বেসক্যাম্পে বসেই ডয়চে ভেলেকে সেকথা জানালেন মুসা৷
অগুনতি বাংলাদেশীর গর্ব মুসা ইব্রাহীম জানালেন, ‘‘আমি সেই এভারেস্ট জয় করেছি এবং বাংলাদেশের যে ১৬ কোটি মানুষের একটা আশা ছিল, সেটা আমি পূরণ করতে পেরেছি৷’’
মুসা’র মতে, একজন তরুণের জন্য যদি কোন চ্যালেঞ্জ দেয়া হয়, তাহলে এভারেস্ট হতে পারে সবচেয়ে ভালো চ্যালেঞ্জ৷ আমি একজন তরুণ, সেই তরুণের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই এভারেস্ট জয় এবং সেটা করেছি৷
জার্মান সময় মঙ্গলবার দুপুর দেড়টায় ডয়চে ভেলেকে এই সাক্ষাৎকার দেন মুসা ইব্রাহীম৷ পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের উত্তরাংশের বেসক্যাম্পে (তিব্বতের দিকে) তখন সবে নেমেছেন তিনি৷ চীনা এক টেলিফোন নম্বরে মুসাকে প্রশ্ন, এই যাত্রায় কোন বিপদে পড়েননিতো? তিনি জানালেন, ‘‘নর্থ ফেজের দ্বিতীয় ধাপে গিয়ে অক্সিজেন মাস্কের পাইপ লিক হয়ে যায়৷ কিন্তু শেরপারা বুঝতে পেরে সেটিকে সঙ্গে সঙ্গে ঠিক করে ফেলে৷’’
তিনি বলেন, ‘‘৮ হাজার ৬০০ মিটার উচ্চতায় পাইপ লিক হয়ে যাওয়া সহজ কথা নয়৷ কিন্তু তাও বেঁচে গেছি৷’’
মুসার এভারেস্ট জয়ের খবর ডয়চে ভেলেকে সর্বপ্রথম নিশ্চিত করেছিলেন, নেপালের হিমালয়ান গাইডস এর ঈশ্বরী পাড়ওয়াল৷ সেটা ২৩ মে’র কথা৷ এরপর বাংলাদেশের প্রায় সব সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করলেও একটু চিন্তা যেন থেকেই যাচ্ছিল৷ মুসা কি সত্যিই জয় করেছেন এভারেস্ট? কেউ কেউ প্রশ্নও তুলেছিল এই বিষয়ে৷ তাই উপায়ান্তর না দেখেই তাঁর কাছে প্রশ্ন, চূড়ায় উঠেছেন তাঁর প্রমাণ কি? জবাবে অভিমানী মুসা, ‘‘কেউ বিশ্বাস যদি না করতে চায় তাহলে কিছু করার নেই৷’’
তিনি বলেন, ‘‘এভারেস্টের চূড়ায় একটি বুদ্ধমূর্তি রয়েছে, যার সঙ্গে ছবি তুলে জমা দিতে পারলে ধরে নেয়া হয় যে, তিনি এভারেস্ট জয় করেছেন৷’’
কিন্তু মুসার আরেকটি মন্তব্য সত্যিই নাড়া দেয়৷ একজন বাংলাদেশী হিসেবে বাংলাদেশীদের উদ্দেশ্যে তাঁর বক্তব্য, ‘‘মানসিক সঙ্কীর্ণতার বাইরে যেতে পারলে বাংলাদেশের অনেক তরুণ ভালো করতে পারবে৷’’
প্রসঙ্গত, মুসার এবারকার এভারেস্ট মিশন শুরু হয় ২০ এপ্রিল, এভারেস্টের তিব্বতের অংশ দিয়ে৷ ২৩ মে নেপালী সময় সকালে এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ান তিনি৷ আগামী ২ বা ৩ জুনের মধ্যে বাংলাদেশে ফিরে আসবেন মুসা৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন