1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এর্দোয়ানকে সতর্ক করে দিলেন ট্রাম্প

Sanjiv Burman২৫ জানুয়ারি ২০১৮

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আফরিনে চলমান অভিযানের বিষয়ে তুরস্ককে সতর্ক করে দিলেন ডোনাল্ড ট্রাম্প৷ বুধবার টেলিফোনে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ানের সঙ্গে তিনি এ বিষয়ে বিস্তারিত কথা বলেন৷

https://p.dw.com/p/2rUmx
Deutschland G20 Gipfel
(ফাইল ফটো)ছবি: Reuters/K. Pfaffenbach

শনিবার থেকে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অভিযান পরিচালনা করছে তুরস্কের সেনাবাহিনী৷ ‘ফ্রি সিরিয়ান আর্মি' এ অভিযানে তুর্কি বাহিনীকে সহায়তা করছে৷ ‘ফ্রি সিরিয়ান আর্মি' তুরস্কপন্থি একটি বিদ্রোহীগোষ্ঠী৷ ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত পাঁচ দিনে আফরিনে এ পর্যন্ত অন্তত ১২৫ জন মারা গেছে৷

শনিবার মূলত কুর্দি ওয়াইপিজি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান শুরু করে তুরস্কের বিমান ও পদাতিক বাহিনী৷ দেশটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ওই অঞ্চলটিকে কুর্দি সন্ত্রাসীমুক্ত করতেই এ অভিযান৷ 

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, তুরস্কের চলমান এ অভিযান নিয়ে এর্দোয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷এর্দোয়ানকে তিনি নিয়ন্ত্রিত অভিযান পরিচালনা করতে বলেন যাতে বেসামরিক নাগরিকদের ক্ষয়-ক্ষতি এড়ানো যায়৷ পাশাপাশি, এর্দোয়ানের সাম্প্রতিক এক মন্তব্যের প্রসঙ্গ টেনে তুরস্ককে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক এবং মিথ্যা' মন্তব্য করা থেকে বিরত থাকতেও বলেন তিনি৷

তবে দু'দেশের রাষ্ট্রপ্রধানের এই টেলিফোন কথোপকথনের পরও আফরিনে অভিযানের তীব্রতা কমেনি৷ বরং ইতিমধ্যে এর্দোয়ান জানিয়েছেন, খুব শিগগিরই সামরিক অভিযানটি মনবিজ পর্যন্ত বিস্তৃত হবে৷ আফরিন থেকে ১০০ কিলোমিটার দূরের মনবিজ এখনো কুর্দি নিয়ন্ত্রিত৷

এসিবি/ডিজি (এএফপি, এপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য