এলডিপি, সিপিবি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে
২৭ ডিসেম্বর ২০১১সকালে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি-এলডিপির সঙ্গে সংলাপের শুরুতেই রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান আশা প্রকাশ করেন, এই সংলাপের মধ্য দিয়ে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা সম্ভব হবে৷
এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদের নেতৃত্বে নেতারা রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেন৷ সংলাপ শেষে অলি আহমেদ বলেন, তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন৷ কারণ দলীয় সরকারের অধীনে শুধু নির্বাচন কমিশনের পক্ষে নিরপেক্ষ নির্বাচন করানো সম্ভব নয়৷ তিনি জানান, নির্বাচন কমিশনের জন্য সাংবিধানিক কমিটি গঠনের দাবি জানিয়েছেন তারা৷
এদিকে দুপরে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি-সিপিবি সুপ্রিমকোর্টের রায় অনুযায়ী অন্তত আগামী ২টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার দাবি জানিয়েছে৷ সিপিবি'র সভাপতি মঞ্জুরুল আহসান খান বলেন, এখনো দলীয় সরকারের অধীনে নির্বাচন করার সময় আসেনি৷
সিপিবি'র সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম জানান, তারা নির্বাচন কমিশনার নিয়োগে সুনির্দিষ্ট নীতিমালা প্রনয়ণের দাবি জানিয়েছেন৷
রাষ্ট্রপতির সঙ্গে এই সংলাপ নির্বাচন কমিশন গঠন নিয়ে হলেও এখন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুই আলোচনার কেন্দ্রে চলে আসছে৷ ২২শে ডিসেম্বর থেকে এই সংলাপ শুরু হয়েছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক