1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এলডিপি, সিপিবি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে

২৭ ডিসেম্বর ২০১১

বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে এলডিপি এবং সিপিবি উভয় দলই আগামী নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিধানের কথা বলেছে৷ তারা শক্তিশালী নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি বা কমিশন গঠনেরও দাবি জানিয়েছেন৷

https://p.dw.com/p/13ZlB
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)ছবি: picture-alliance/dpa

সকালে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি-এলডিপির সঙ্গে সংলাপের শুরুতেই রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান আশা প্রকাশ করেন, এই সংলাপের মধ্য দিয়ে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা সম্ভব হবে৷

এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদের নেতৃত্বে নেতারা রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেন৷ সংলাপ শেষে অলি আহমেদ বলেন, তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন৷ কারণ দলীয় সরকারের অধীনে শুধু নির্বাচন কমিশনের পক্ষে নিরপেক্ষ নির্বাচন করানো সম্ভব নয়৷ তিনি জানান, নির্বাচন কমিশনের জন্য সাংবিধানিক কমিটি গঠনের দাবি জানিয়েছেন তারা৷

এদিকে দুপরে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি-সিপিবি সুপ্রিমকোর্টের রায় অনুযায়ী অন্তত আগামী ২টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার দাবি জানিয়েছে৷ সিপিবি'র সভাপতি মঞ্জুরুল আহসান খান বলেন, এখনো দলীয় সরকারের অধীনে নির্বাচন করার সময় আসেনি৷

সিপিবি'র সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম জানান, তারা নির্বাচন কমিশনার নিয়োগে সুনির্দিষ্ট নীতিমালা প্রনয়ণের দাবি জানিয়েছেন৷

রাষ্ট্রপতির সঙ্গে এই সংলাপ নির্বাচন কমিশন গঠন নিয়ে হলেও এখন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুই আলোচনার কেন্দ্রে চলে আসছে৷ ২২শে ডিসেম্বর থেকে এই সংলাপ শুরু হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য