এশিয়ান গেমসে কনডম!
২১ সেপ্টেম্বর ২০১৪হ্যাঁ, বার্তা সংস্থা এএফপি এমনই একটি খবর পরিবেশন করেছে৷ গেমসের আয়োজকদের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, অ্যাথলিট ও কর্মকর্তাদের মাঝে প্রতিদিন পাঁচ হাজার করে কনডম দেয়ার পরিকল্পনা করা হয়েছে৷ এই কর্মসূচির প্রথম তিনদিন সম্পর্কে আয়োজক চই হাইউং-দায়ে এএফপিকে বলেন, ‘‘প্রতিদিন যে পাঁচ হাজার কনডম দেয়ার কথা সেগুলো বিতরণ শুরু করার পর খুব তাড়াতাড়িই শেষ হয়ে যাচ্ছে৷''
তাই বলে যে সবাই একের অধিক যৌনকর্মে জড়িয়ে পড়ছেন তা মনে করেন না হাইউং-দায়ে৷ তাঁর ধারণা, অনেক অ্যাথলিট হয়ত স্যুভেনির মনে করে কনডমগুলো নিচ্ছেন, কারণ কনডমের প্যাকেটের গায়ে গেমসের লোগো রয়েছে৷
উল্লেখ্য, এশিয়ান গেমসের মতো বড় ক্রীড়া আসরে কনডম বিতরণের বিষয়টি অনেকদিন থেকেই প্রচলিত৷ এবার ইনচন গেমসে প্রায় এক লক্ষ কনডম বিতরণের পরিকল্পনা রয়েছে৷
এর আগে ২০১২ সালের লন্ডন অলিম্পিকে প্রায় দেড় লক্ষ, ১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিকে প্রায় ৫০ হাজার এবং ১৯৮৮-র সৌল অলিম্পিকে সাড়ে আট হাজার কনডম দেয়া হয়েছিল৷
কনডমের প্রতি অ্যাথলেটদের এই আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছেন ইনচন গেমসের আয়োজকরা৷ তাঁরা বলছেন, কনডম যেমন এইডস সহ অন্যান্য যৌন সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারে, তেমনি দক্ষিণ কোরিয়ায় উৎপাদিত এই কনডমের মান সম্পর্কেও জানতে পারছে বিশ্ববাসী৷
জেডএইচ/ডিজি (এএফপি)