1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এশিয়ায় ক্রিকেটের উত্থান-পতনের বছর ২০১১

২৩ ডিসেম্বর ২০১১

এ বছর পাকিস্তানের তিনজন ক্রিকেটার ম্যাচ ফিক্সিং’এর কারণে কারাদণ্ডে দণ্ডিত হন৷ শচীন তাঁর একশোতম সেঞ্চুরি এখনও করে উঠতে পারেননি৷ বাংলাদেশের ক্রিকেটে প্রত্যাশামত উন্নতি ঘটতে পারেনি৷

https://p.dw.com/p/13YSJ
epa02666708 Sachin Tendulkar (C) of India is lifted on to his team mates shoulders during a lap of honour after their six wicket victory during the 2011 ICC World Cup Final between India and at the Wankhede Stadium in Mumbai, India on 2 April 2011India won by 6 wickets with 10 balls remaining. EPA/HARISH TYAGI +++(c) dpa - Bildfunk+++
একশোতম সেঞ্চুরি এখনও করে উঠতে পারেননি শচীনছবি: picture alliance/dpa

এবছরের এপ্রিল মাসে ভারত নিজের মাঠে জিতে নেয় সীমিত ওভারের ক্রিকেট বিশ্বকাপ৷ তবে তবে জয়ের আনন্দ স্থায়ী হয়নি৷ওয়ান ডে ইন্টারন্যাশনালে ভারতের অবস্থান চলে যায় পেছনের দিকে৷ এমনকি ভারতের প্রিমিয়ার লীগেও আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে, শুরু হয় তদন্ত৷ ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজে শোচনীয়ভাবে হারে ভারত৷ তবে শচীন তেন্ডুলকারের একশোতম সেঞ্চুরি উপভোগ করতে অনেকেই আগ্রহী ছিল৷ সবাই সেই প্রতিক্ষিত ক্ষণটির জন্য অপেক্ষা করছিল৷ কিন্তু শচীন তাঁর ভক্তদের হতাশ করেছেন৷ ইংল্যান্ডের বিরুদ্ধে ওভালে টেস্ট সিরিজে তিনি ৯১ রান করেন এবং মুম্বইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৪ রান করে আউট হয়ে যান৷ ২৬শে ডিসেম্বর মেলবোর্ন'এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট৷ সবার আশা, এবার তিনি নিশ্চয়ই শততম সেঞ্চুরির কৃতিত্ব অর্জন করবেন৷

পাকিস্তানের তিনজন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফএবং মোহাম্মদ আমিরকে ম্যাচ ফিক্সিং- এর অভিযোগে কারদণ্ড দেয়া হয়৷ এর ফলে পাকিস্তানের ক্রিকেট দলকে ঘিরে সন্দেহের দানা বাধতে থাকে আন্তর্জাতিক বিশ্বে৷ তবে খেলার মাঠে পাকিস্তানের মিসবাহ-উল-হক সবাইকে দেখিয়ে দেন যে, আশা এখনো আছে৷ আরব আমিরাতে শ্রীলঙ্কার সঙ্গে খেলে পাকিস্তান এবং ম্যাচ জিতে নেয়৷ অফ স্পিনার সাইদ আজমল এবছর আন্তর্জাতিক টেস্টে সবচেয়ে বেশি উইকেট সংগ্রহ করেন৷ এছাড়া শহীদ আফ্রিদি এবং মোহাম্মদ হাফিজও ওয়ান ডে ইন্টারন্যাশনালে শ্রেষ্ঠ ছয় ক্রিকেটারের তালিকায় নিজের আনতে সক্ষম হন৷

Former Pakistani cricket captain Salman Butt arrives from Doha, Qatar at Lahore airport, Pakistan, Thursday, Jan. 13, 2011. (AP Photo/K.M. Chaudary) *** Pakistani cricket player Mohammad Asif arrives from Doha, Qatar at Lahore airport on Thursday, Jan. 13, 2011 in Pakistan. (AP Photo/K.M.Chaudary)*** Pakistani cricket player Mohammad Amir, center, flanked by supporters, arrives from Doha, Qatar at Lahore airport, Pakistan, Thursday, Jan. 13, 2011. The International Cricket Council (ICC), reserved its ruling on spot fixing on Tuesday, delaying the fate of Pakistani cricketers Salman Butt, Mohammad Asif and Mohammad Amir till Feb. 5, 2011. (AP Photo/K.M. Chaudary)
সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমিরছবি: AP

২০১১ সালের বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স ছিল হতাশাজনক৷ এরপরও দারুণ কিছু খেলেনি বাংলাদেশ৷ এমনকি আগস্ট মাসে জিম্বাবোয়ের কাছেও শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছিল বাংলাদেশ৷ তবে সুখবর হল, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান শেষ টেস্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন এবং আইসিসি'র টেস্ট অলরাউন্ডার হিসেবে শীর্ষে পৌঁছে যান৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য