1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে পাইলট ধর্মঘট

১০ মে ২০১২

আজ তৃতীয় দিনেও সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার পাইলট ধর্মঘট অব্যাহত৷ দিল্লি হাইকোর্ট এই ধর্মঘট বেআইনি ঘোষণা করার পর, সরকার ধর্মঘট করা পাইলটদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে৷ পাইলটদের আকস্মিক হরতালে সাধারণ মানুষও৷

https://p.dw.com/p/14slt
ছবি: Reuters

সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার পাইলট ধর্মঘটের আজ তৃতীয়দিন৷ অচলাবস্থা কাটেনি৷ ২০টি আন্তর্জাতিক উড়ান বাতিল করতে হয়েছে৷ দিল্লি হাইকোর্ট পাইলটদের এই আচমকা ধর্মঘট বেআইনি ঘোষণা করার পর, পাইলটদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে সরকার৷ বরখাস্ত করা হয়েছে মোট ৩৬ জন পাইলটকে৷

Indien Air India Streik Mumbai Flughafen Passagiere
যাত্রীরা নাকাল হচ্ছেনছবি: AP

বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী অজিত সিং বলেছেন, আর্থিক সংকটে জেরবার এয়ার ইন্ডিয়ার পুনরুজ্জীবনে সরকার ৩০ হাজার কোটি টাকা ঢালতে চলেছে৷ কিন্তু পাইলটদের এরকম আচরণে করদাতাদের টাকা জলে যাবার উপক্রম৷ হরতালের ফলে এয়ার ইন্ডিয়ার রোজ লোকসান ১০ কোটি টাকা৷ শুধু তাই নয়, যাত্রিদের ক্ষোভ এবং আন্তর্জাতিক ভাবমূর্তি যেভাবে নষ্ট হচ্ছে, তাতে এয়ার ইন্ডিয়ার ঘুরে দাঁডানো মুশকিল হবে৷ তবে আলোচনার দরজা খোলা আছে৷ অবশ্য ধর্মঘটি পাইলটদের ইউনিয়ন ‘ইন্ডিয়ান পাইলটস গিল্ড' আলোচনায় আসেনি, বলেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী অজিত সিং৷

Indien Air India Streik Mumbai Flughafen Schalter
খালি কাউন্টারে সহায়তা করার কেউ নেইছবি: Reuters

কেন এই পাইলট ধর্মঘট? বর্তমানে বিশ্বের আধুনিকতম বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান মাসখানেকের মধ্যেই ভারতের হাতে আসছে৷ সেই বিমান চালানোর প্রশিক্ষণ দিতে পাইলটদের একটি তালিকা বানিয়েছে কর্তৃপক্ষ৷ ধর্মঘটের মূল কারণ এইখানেই৷ পাইলটদের একাংশের অভিযোগ, নির্বাচনে পক্ষপাতিত্ব করা হয়েছে৷ প্রশিক্ষণে অগ্রাধিকার পাচ্ছেন তাঁরা, যাঁরা এক সময়ে ইন্ডিয়ান এয়ারলাইন্স'এর পাইলট ছিলেন৷ পরে ইন্ডিয়ান এয়ারলাইন্স মিশে যায় এয়ার ইন্ডিয়ার সঙ্গে৷

পাইলট ধর্মঘটের প্রসঙ্গ আজ সংসদে ওঠে৷ সিপিআই সাংসদ গুরুদাস দাসগুপ্ত মনে করেন, ধর্মঘট মেটাতে সরকারের আরো উদ্যোগ নেয়া উচিত ছিল৷

এরই মধ্যে বেসরকারি বিমান সংস্থা কিং ফিশার এয়ারলাইন্স'এর পাইলটরাও ধর্মঘটের পথে পা বাড়িয়েছেন৷ কারণ, তাঁরা নাকি বেতন পাচ্ছেন না৷ সব মিলিয়ে ভারতের বেসামরিক বিমান পরিষেবাও এক সংকটের মুখে৷ নাকাল হচ্ছে যাত্রিরা৷ ক্ষুব্ধ সাধারণ মানুষ৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য