ঐতিহ্যবাহী সরস হস্তশিল্প মেলা
সারা ভারত থেকে হস্তশিল্পীরা জড়ো হন প্রতিবছর, কলকাতার এই সরস হস্তশিল্প মেলায়৷ দেখার সুযোগ পাওয়া যায় ভারতীয় ঐতিহ্যবাহী হস্তশিল্পের অসামান্য সব নিদর্শন৷
বেতের বয়ন
বেতের বোনা আটপৌরে ঝুড়ি, চুবড়ি এখন নানা রঙে, নানান নকশায়৷ কীভাবে বোনা হয় সেসব, হাতেকলমে দেখিয়ে দিচ্ছেন শিল্পী৷
বাংলার পটচিত্র
এখন সারা পৃথিবীতেই বিখ্যাত বাংলার পটচিত্র৷ মেলায় বসেই আঁকছেন মহিলা শিল্পীরা৷
জরির কাজ
সাবেকি জরির কাজে এখন যোগ হয়েছে নানা আধুনিক উপকরণ, নকশা৷ তার নমুনা পেশ করছেন উত্তর প্রদেশের এই শিল্পী দম্পতি৷
শুকনো পাতার বাহার
উপকরণ বলতে শুকনো খেজুর পাতা, রঙ আর অনেকটা কল্পনা৷ সেজে উঠেছে নকল ফুলের বাহারি বাগান৷
কাঠের চুড়ি
চিরাচরিত কাচ নয়, কাঠের চুড়ি৷ তৈরি হয় উত্তর প্রদেশে৷ মেলায় এই শিল্পী বাপ-ছেলের দোকানের সামনে সবথেকে বেশি ভিড়৷
মাটির রঙ
একসময় যা ছিল গেরস্থালীর প্রয়োজনের সামগ্রী, তাই এখন ঘর সাজাবার উপকরণ৷ মাটির পাত্র, বিহার থেকে৷
সাতরঙা সতরঞ্চি
আসলে হাতে বোনা সতরঞ্চি, কিন্তু তাদের রঙের বাহার দেখলে নজর ফেরানো যায় না, এত সুন্দর৷
রাজকীয় আসবাব
রাজস্থানের কাঠের আসবাব, ঘর সাজানোর উপকরণ৷ গুজরাটেও তৈরি হয়, এক নির্দিষ্ট শৈলী মেনে, জনপ্রিয় তার রাজকীয় নকশার জন্য৷
বাতিস্তম্ভ
গরু-ছাগলের অন্ত্রের পাতলা চামড়া দিয়ে তৈরি বাতিদান, তার ওপর কলমকারির সূক্ষ্ম কারুকাজ৷ অন্ধ্রপ্রদেশ থেকে৷