ওআইসি সদস্যপদ
১৪ আগস্ট ২০১২
সৌদি আরবের মক্কায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে ওআইসি’র শীর্ষ সম্মেলন৷ বুধবার সম্মেলনের শেষ দিন সিরিয়া নিয়ে সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলে জানা গেছে৷
এই সিদ্ধান্তের বিরোধিতা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি বলেছেন, এর ফলে সিরিয়া সমস্যার কোনো সমাধানের চেষ্টা না করে বিষয়টাকে একেবারে বাদই দিয়ে দেয়া হলো৷ কিন্তু ইরান সমস্যার সমাধান চায় বলে জানান তিনি৷
বিশ্লেষকরা মনে করছেন, ৫৭টি ইসলামি রাষ্ট্রের সংস্থা ওআইসি’র সিদ্ধান্ত সিরিয়ার ওপর সরাসরি তেমন কোনো প্রভাব ফেলবেনা৷ কেননা শুরু থেকেই সিরিয়া ধর্মকে খুব একটা গুরুত্ব দেয়নি৷ এছাড়া ইরান যে তাদের পক্ষেই থাকছে, সেটাই সিরিয়ার জন্য গুরুত্বপূর্ণ৷
তবে ওআইসি’র সিদ্ধান্তের একটা প্রতীকী গুরুত্ব থাকবে বলে মনে করেন বিশ্লেষকরা৷
এদিকে, সিরিয়ার পদত্যাগী প্রধানমন্ত্রী রিয়াদ হিজাব জর্ডানে এক সংবাদ সম্মেলনে বলেছেন যে, সিরিয়ার সরকার এখন দেশটির মাত্র ৩০ শতাংশ নিয়ন্ত্রণ করছে৷
জার্মান উন্নয়ন সহায়তা মন্ত্রী ডির্ক নিবেল জর্ডানে আশ্রয় নেয়া সিরীয় শরণার্থীদের দেখতে সেখানে যান৷ এসময় তিনি বলেন, ‘‘এই ধরণের শরণার্থীর আগমন স্বাভাবিকভাবেই বড় কোনো সমস্যার কারণেই তৈরি হয়ে থাকে, আবার অন্যদিকে সকলকে বুঝতে হবে যে এই শরণার্থী ক্যাম্প এমন কোনো এলাকাতে স্থাপন করলে হবে না যেটা আবার জর্দানিদের খাদ্য নিরাপত্তার জন্য প্রয়োজনীয়৷’’
সিরীয় শরণার্থীদের সহায়তায় জার্মানি আরও ১০ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে৷ এর আগে দেশটি ১২ মিলিয়ন ইউরো দিয়েছে৷
এদিকে, আন্তর্জাতিক অঙ্গনে সিরিয়ার প্রভাবশালী বন্ধুরাষ্ট্র চীনের সঙ্গে আলোচনা করতে প্রেসিডেন্ট আসাদ তাঁর একজন ‘বিশেষ উপদেষ্টা’কে চীন সফরে পাঠিয়েছেন৷ চীন বলছে, তারা সিরীয় সরকার ছাড়াও বিদ্রোহী নেতাদের সঙ্গে আলোচনা করবে৷
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক মুখপাত্র বলেছেন, সিরিয়া বিদ্রোহীদের দমনে আগের চেয়ে অনেক বেশি বিমান ব্যবহার করছে৷ সিরিয়ার বিদ্রোহীদের দাবি, তারা সরকারি একটি বিমান ভূপাতিত করেছে এবং তার পাইলটকে আটক করেছে৷ তাদের এই দাবি যদি সত্যি হয়, তাহলে এটাই হবে বিদ্রোহীদের দ্বারা কোনো বিমান ভূপাতিত করার প্রথম ঘটনা৷ তবে সিরিয়ার সরকারি গণমাধ্যম বলছে, বিমানটি যান্ত্রিক ত্রুটির জন্য বিধ্বস্ত হয়েছে৷
তবে সত্য যেটাই হোক, ঐ ঘটনার পর সরকারি বাহিনী দুটি শহরে তাদের হামলা আরও জোরদার করেছে বলে খবর পাওয়া গেছে৷
জেডএইচ / ডিজি (এএফপি, রয়টার্স)