ওটা কি মেরু ভাল্লুক?
১১ ডিসেম্বর ২০১৭জলবায়ু পরিবর্তনের প্রভাব কতটা ভয়াবহ হতে পারে তা বুঝিয়ে দিতে ভিডিওটা যথেষ্ট৷ ক্যানাডার বাফিন আইল্যান্ডে মেরু ভাল্লুকটি ঘুরছিল খাবারের সন্ধানে৷ কঙ্কালসার দেহ নিয়ে কিছুটা পথ যাওয়ার পর ক্লান্ত হয়ে পড়ে সে৷ কিন্তু খাবার মেলে না৷ একপর্যায়ে শুয়ে পড়ে৷
ফটোগ্রাফার পাউল নিকলেন ইন্সটাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন৷ এতে উল্লেখ করা হয়েছে যে, মেরু ভাল্লুকটি সম্ভবত ভিডিও ধারনের কয়েকঘণ্টা পর মারা গিয়েছিল৷ আসলে জলবায়ু পরিবর্তনের কারণে পুরো এলাকার বরফ গেছে উধাও হয়ে৷ ফলে চেনা পরিবেশটাই অচেনা হয়ে গিয়েছিল ভাল্লুকটির জন্য৷ আর বরফের সঙ্গে সঙ্গে খাবারের উৎসও চলে গেছে৷ মোদ্দাকথা, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কিছুই আর ছিল না ওর সামনে৷
ইন্সটাগ্রামে ভিডিওটি পাঁচদিন আগে শেয়ার করার পর সেটি সেখানে দেখা হয়েছে প্রায় পনের লাখবার৷ তবে পাওয়েলের কাছ থেকে নিয়ে ভিডিওটি আরো অনেক গণমাধ্যম প্রচার করেছে৷ এটি দেখলে চোখের জল আটকে রাখা কঠিন হয়ে যেতে পারে৷
এআই/জেডএইচ