1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওবামার সামনে বিভিন্ন চড়াই-উতরাই

ক্রিস্টিনা বের্গমান / এসি২০ জানুয়ারি ২০১৩

আজ রবিবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা একটি দ্বিতীয় কর্মকালের জন্য শপথ নেবেন৷ কিন্তু ফিস্কাল ক্লিফ থেকে আগ্নেয়াস্ত্র আইন কিংবা আফগানিস্তান থেকে সৈন্যাপসারণ অবধি তাঁর সামনে সমস্যার কোনো অভাব নেই৷

https://p.dw.com/p/17Nnu
ছবি: Reuters

শপথ গ্রহণ অনুষ্ঠানটি হবে হোয়াইট হাউসে, অন্তরঙ্গ, প্রায় পারিবারিক পরিবেশে৷ কারণটা সাংবিধানিকও বটে৷ যুক্তরাষ্ট্রের সংবিধান বলে, প্রেসিডেন্টরা তাঁদের নতুন কর্মকাল শুরু করেন বিশে জানুয়ারি দুপুর বারোটায়৷ এ'বছর দিনটা আবার পড়েছে রবিবার, যেদিন শপথ গ্রহণ অনুষ্ঠানের কোনো ঐতিহাসিক নজির নেই৷ কাজেই সোমবার একটি দ্বিতীয়, প্রকাশ্য শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যবস্থা করা হচ্ছে৷ ন্যাশনাল মল'এ অনুষ্ঠিতব্য ঐ অনুষ্ঠানে আট লাখ মানুষের জমায়েত হবার কথা৷

ওবামা তাঁর দ্বিতীয় কর্মকাল শুরু করার মুখে দেখছেন, ৫০ শতাংশের বেশি মার্কিনিদের সমর্থন তাঁর দিকে৷ অপরদিকে দেশ যে দ্বিধাবিভক্ত, তার প্রমাণ, ডেমক্র্যাটরা ওবামার নীতি সমর্থন করেন বটে, কিন্তু রিপাবলিকানরা পূর্বাপর সে নীতির বিরোধী৷ অর্থাৎ ওবামা জনতার মনপসন্দ হোন আর পুনর্নির্বাচিত প্রেসিডেন্টই হোন, মার্কিন কংগ্রেসের বর্তমান গঠন যে অতীব জটিল, সে কথা খোলাখুলি বলছেন বিশ্লেষকরা৷ এবং ডেমক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে কাজিয়ার ফলে আবার অচলাবস্থার প্রত্যাশাই করছেন তারা৷ এমনকি আগামী কয়েক বছরে কোনো বড় কি গুরুত্বপূর্ণ সংস্কারের সম্ভাবনাই দেখেন না তারা৷

USA US Kongress Regierung
মার্কিন কংগ্রেসই ওবামার দ্বিতীয় কর্মকালে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেছবি: SAUL LOEB/AFP/Getty Images

তবে ওবামার প্রথম কর্মকালের তুলনায় এবার রিপাবলিকানরা কিছু কিছু আপোশের সংকেত দিচ্ছে, যেমন তারা রাষ্ট্রীয় ঋণের সর্বোচ্চ সীমা অন্তত তিনমাসের জন্য তুলতে সম্মত হয়েছে৷ ওবামা এবার গোড়া থেকেই পরিষ্কার করে দিয়েছিলেন যে, তিনি ঋণের সীমা তোলা নিয়ে গতবারের মতো নাটক বা বিতর্ক চান না৷

যাই হোক, ওবামার দ্বিতীয় কর্মকালে মার্কিন অর্থনীতি নিয়ে তাঁকে সবচেয়ে বেশি মাথা ঘামাতে হবে, বলে বিশেষজ্ঞদের ধারণা৷ যেমন বেকারত্বের হার কমছে বটে, কিন্তু সেটা সম্ভবত বহু লোক চাকরি খোঁজা পরিত্যাগ করেছে বলে৷ যার অর্থ, বেকারত্ব একটা স্থায়ী রোগ হয়ে দাঁড়াতে পারে৷ বেকারত্ব হোক আর অন্য কোনো অর্থনৈতিক সমস্যাই হোক, ওবামাকে শেষমেষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস'এর দ্বারস্থ হতে হবে, যেখানে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ৷ অন্যদিকে রয়েছে মার্কিন কংগ্রেস, যেখানে রিপাবলিকানরা সংখ্যালঘু হলেও, যে কোনো বিল পাস হওয়া রুখতে পারে৷ ওবামাকে এই দুই প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদি আর্থিক নীতির ব্যাপারে একটা সমঝোতায় আসতে হবে৷

Repräsentantenhaus Wahl Abstimmung Legislatur Fiskal Klippe USA Washington
ফিস্কাল ক্লিফ নিয়ে গতবারের নাটক কেউই ভুলে যাননিছবি: Getty Images
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য