1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়ারীতে ওয়াসার লরি চাপায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

২৭ জানুয়ারি ২০২০

ঢাকার ওয়ারীতে ওয়াসার গাড়ির ধাক্কায় আবির হোসেন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে৷  ওয়ারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র আবিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিচারের দাবিতে তার স্কুলের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে৷ 

https://p.dw.com/p/3WrJJ
Symbolbild | Sterbehilfe
ছবি: Colourbox

সোমবার বেলা ১২টার দিকে বলধা গার্ডেনের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ এদিন ওয়ারী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল৷

দুপুর ১২টার দিকে আবির অনুষ্ঠান থেকে ফেরার পথে ওয়াসার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন৷ স্থানীয় লোকজন ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে জানান ওয়ারী বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার নুরুল আমিন৷

আবিরের মৃত্যুর খবর পেয়ে তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে৷ তবে শিক্ষার্থীরা রাস্তার এক পাশে লাইন ধরে অবস্থান করায় সড়কে যান চলাচল স্বাভাবিক আছে বলে জানায় পুলিশ৷

ওয়াসার অভিযুক্ত গাড়ির চালককে আটক করা হয়েছে৷

এসএনএল/কেএম (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য