1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়ার্ল্ড ডিজিটাল গ্রন্থাগার

৮ এপ্রিল ২০০৯

মনে করুন আপনার একটি বই পড়তে খুব ইচ্ছে করেছে৷ দূলর্ভ সেই বই, কোথায় পাওয়া যাবে জানেন না৷ এবার আর সেই চিন্তা আপনাকে করতে হবে না৷ মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে.. কেন.. কিভাবে?

https://p.dw.com/p/HSQ7
কম্পিউটারে বসেই পড়তে পারবেন বিশ্বের যে কোন দেশের বইছবি: AP

এই প্রশ্নের সহজ জবাব নতুন একটি ওয়েবসাইট৷ নাম ওয়ার্ল্ড ডিজিটাল লাইব্রেরী৷ ঢু মারুন, আর পেয়ে যান মনের মত বইসহ আরও নানা কিছু৷

ইন্টারনেটে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ওয়েবসাইট৷ এসব ওয়েবসাইট একেকটি একেক ধরনের উদ্দেশ্যে তৈরি৷ এগুলোর কোনোটা ব্যক্তিগত, কোনোটা প্রাতিষ্ঠানিক৷ এবার ডিজিটাল আধুনিকতার মাত্রায় সংযোজন হলো একটি নতুন ওয়েবসাইট৷ যেটিকে সারা পৃথিবীর দূর্লভ বিষয়াদি দিয়ে গড়া হচ্ছে৷ মজার ব্যাপার হলো দূর্লভ বিষয়গুলো পাওয়া যাবে সম্পূর্ণ বিনে পয়সায় !!!

ওয়ার্ল্ড ডিজিটাল লাইব্রেরী নামে একটি ওয়েবসাইট তৈরী হয়েছে৷ যেখানে বিনে পয়সায় পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের দুর্লভ বই, মানচিত্র, পান্ডুলিপি, চলচ্চিত্র এবং আলোকচিত্র ইত্যাদি সহজে পাওয়া যাবে৷ ওয়ার্ল্ড ডিজিটাল লাইব্রেরী এই ওয়েবসাইটটির উদ্বোধন করা হবে ২১শে এপ্রিল ইউনেস্কোর সদর দপ্তর প্যারিস থেকে৷

এই ওয়েবসাইটের সাংস্কৃতিক বিষয়গুলো সাধারণত সাতটি ভাষায় পাওয়া যাবে৷ ভাষাগুলো হলো আরবী, চৈনিক, ইংরেজী, ফরাসী, পর্তুগীজ, রুশ এবং স্প্যানিশ৷ এই সাতটি নির্দিষ্ট ভাষা ছাড়াও আরো কিছু ভাষার তথ্যাদি মিলবে ওয়েবসাইটটি থেকে৷ এই প্রকল্পটি তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে বড় গ্রন্থাগার, যুক্তরাষ্ট্রের কংগ্রেস লাইব্রেরী৷ এই প্রকল্পে যুক্ত আছে জাতিসংঘের শিক্ষামূলক, বিজ্ঞানভিত্তিক এবং সাংস্কৃতিক অধিদপ্তরসহ আরো ৩২টি সহযোগী প্রতিষ্ঠান৷

ওয়েবসাইটটি গড়ে তুলতে মিলিতভাবে কাজ করছে অনেক দেশের গ্রন্থাগার এবং বিশেষজ্ঞগণ৷ তাদের মধ্যে ব্রাজিল থেকে যুক্তরাজ্য, চীন, মিশর, ফ্রান্স, জাপান, রাশিয়া, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র প্রধান ভূমিকা পালন করছে৷ সবাই মিলে সংযোজন করছে তথ্য, সংস্কৃতি এবং জরুরী বিষয়াদি৷ ওয়ার্ল্ড ডিজিটাল গ্রন্থাগারের ওয়েবসাইট পেইজের ঠিকানা হলো: www.worlddigitallibrary.org৷

প্রতিবেদক: ফারজানা কবীর খান, সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারুক