ভারতে একটি কবুতর গ্রেপ্তার
৫ অক্টোবর ২০১৬উর্দুতে পাকিস্তানের হয়ে হুমকি দেয়া এক চিঠি৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা সেই চিঠি বেলুনে ঢুকিয়ে বেলুনটি বেঁধে দেয়া হয়েছিল এক কবুতরের শরীরে৷ সেই কবুতরটিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ৷
ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমিত হওয়ার আগেই এলো এক মজার খবর৷ এক কবুতরকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ৷ কবুতরের অপরাধ, সে ভারতের বিরুদ্ধে হামলা পরিচালনার হুমকি সম্বলিত একটি চিঠি বহন করেছে৷
কবুতরটি পাওয়া গেছে পাঞ্জাব রাজ্যের পাঠানকোটে৷ গত জানুয়ারিতে ওই অঞ্চলে ভারতীয় বিমানবাহিনীর এক ঘাঁটিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা৷
জানা গেছে, নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে লেখা ওই চিঠিতে ১৯৭১-এর ইতিহাস টেনে বলা হয়েছে, ‘‘মোদী, আমরা কিন্তু এখন আর ১৯৭১-এর মতো নেই৷এখন আমাদের প্রতিটি শিশুও ভারতের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি৷ ''
ভারত-পাকিস্তানের সীমান্তের কাছে পাওয়া গেছে চিঠিটি এবং চিঠিটি লেখা হয়েছে উর্দুতে৷ তাই চিঠিটি পাকিস্তান থেকেই পাঠানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ ঘটনা তদন্তের জন্যই পত্রবাহক কবুতরকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
এসিবি/জেডএইচ