করাচিতে আত্মঘাতী হামলা, নিহত ৩০
২৮ ডিসেম্বর ২০০৯পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন৷ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী রেহমান মালিক এটিকে আত্মঘাতী হামলা বলে দাবি করেছেন৷ সংবাদমাধ্যমকে তিনি জানান, এই হামলার যে ধরণ, তা তালেবান এবং লস্কর-ই জঙ্গিদের হামলার ধরণের সঙ্গে মিলে যাচ্ছে৷
এদিকে, বোমা হামলার পর শিয়া সম্প্রদায়ের প্রতি শোভাযাত্রা স্থগিত রাখার আহ্বান জানান রেহমান মালিক৷ কিন্তু কেউ তা শোনেনি৷ বরং উত্তেজিত জনতা রাস্তাঘাটে ব্যাপক ভাঙ্গচুর চালায়৷ এসময় তারা পুলিশ এবং আধা সামরিক বাহিনীর কর্মীদের মারধোর করে৷ শোভাযাত্রার মধ্য থেকে খোলা আকাশে গুলি ছোঁড়ার খবরও জানিয়েছে একাধিক বার্তা সংস্থা৷
শোভাযাত্রায় অংশ নেয়া ক্রন্দনরত এক ব্যক্তি বার্তা সংস্থা এএফপিকে জানায়, হামলায় তার বোন, বোনের স্বামী এবং সন্তান মারা গেছে৷ অপর এক প্রতক্ষ্যদর্শীর বরাত দিয়ে একটি টেলিভিশন চ্যানেল জানায়, শোভাযাত্রায় অংশ নেয়া মানুষদের উপর এক ব্যক্তি ঝাঁপিয়ে পড়ার পর বিস্ফোরণ ঘটে৷
এই হামলার পর করাচির সকল হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়৷ স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আহতদের চিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে ডাক্তাররা৷ তবে পরিস্থিতে বেশ উদ্বেগজনক৷ হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের৷
এর আগে গতকাল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি মসজিদে আশুরা উপলক্ষ্যে সমবেত ভক্তদের লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়৷ সেখানে প্রাণ হারায় তিন পুলিশসহ সাতজন৷ তার মাত্র একদিন পরেই করাচিতে প্রায় ৫০ হাজার শিয়া মুসলমানের অপর এক আশুরা উৎসবে হামলা চালালো জঙ্গিরা৷
অবশ্য, পাকিস্তানে আশুরা উৎসবে বোমা হামলা নতুন কিছু নয়৷ বরং বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, এর আগে ২০০৬ সালে পাকিস্তানে উত্তরপশ্চিমাঞ্চলের শহর হঙ্গুতে আশুরা উৎসবে আত্মঘাতী হামলায় প্রাণ হারায় ৪০ জন এবং ২০০৩ সালে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় একইধরণের হামলায় প্রাণ হারায় ৫৭ শিয়া মুসলমান৷
তবে, এবছর আশুরায় নিরাপত্তা নিশ্চিত করতে করাচিতে ১০,০০০ এরও বেশি নিরাপত্তা কর্মী নিয়োগ করে কর্তৃপক্ষ৷ কিন্তু তারপরও হামলা ঠেকানো গেলোনা৷
প্রতিবেদক: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক