প্রশংসায় ভাসছে ওয়েস্ট ইন্ডিজ
১৩ জুলাই ২০২০সাউদাম্পটনে সিরিজের প্রথম টেস্টে আট নম্বর ব়্যাংকিংয়ের ওয়েস্ট ইন্ডিজ যে চার নম্বর ব়্যাংকিংয়ের ইংল্যান্ডকে হারিয়ে দেবে তা হয়ত ওয়েস্ট ইন্ডিজের সমর্থকদের অনেকেই ভাবতে পারেননি৷ কিন্তু ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার এবং অলরাউন্ডার কিমো পলকে না নিয়ে ইংল্যান্ড সফরে আসা দলটি তা-ই করে দেখিয়েছে দাপটের সঙ্গে খেলে৷
ইংল্যান্ডকে ইংল্যান্ডের মাটিতে চার উইকেটে হারতে দেখে সবাই যতটা বিস্মিত, তার চেয়ে বেশি মুগ্ধ৷ তাঁদের এ মুগ্ধতার মূল কারণ জ্যাসন হোল্ডারের দলের দুর্দান্ত পারফর্ম্যান্স৷
মুগ্ধদের তালিকায় ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও আছেন৷ সাবেক এই ব্যাটসম্যান টুইটারে লিখেছেন, ‘‘গেল সপ্তাহটা ক্রিকেটের জন্য দারুণ ছিল৷ এই সময়ে ওয়েস্ট ইন্ডিজের খেলতে আসা দারুণ ব্যাপার আর খেলতে নেমেই এত ভালো খেলা এবং এভাবে জিতে যাওয়াটাও অসাধারণ৷ আমার মনে হয় ম্যাচ দেখে ইংল্যান্ডের সমর্থকরাও খুব বেশি হতাশ হননি৷ টেস্ট ক্রিকেটের প্রতি ভালোবাসা তো এমনই ব্যাপার!''
ওয়েস্ট ইন্ডিজের সাবেক গ্রেট ভিভিয়ান রিচার্ডস তো শ্যানন গাব্রিয়েলদের পারফর্ম্যান্স দেখে আনন্দে উড়ছেন! ওয়েস্ট ইন্ডিজের জয়ে তার প্রতিক্রিয়াটা এরকম, ‘‘(করোনার কারণে) বিরতির পরের প্রথম জয়টা আমাদের! ছেলেরা দুর্দান্ত পারফর্ম করেছে৷ ম্যাচে এই দলের জয়টা প্রাপ্য ছিল৷ তোমাদের অভিনন্দন! আমাদের গর্বিত করেছো তোমরা!''
ওয়েস্ট ইন্ডিজের চমৎকার জয়ে ভারতের সাবেক গ্রেট শচিন টেন্ডুলকারও উচ্ছ্বসিত৷ তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন এভাবে, ‘‘দারুণ অলরাউন্ড পারফর্ম্যান্স!' ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি টুইটারে দু' দলের প্রশংসা করে লিখেছেন, ‘‘টেস্ট ক্রিকেটের দুর্দান্ত প্রদর্শনী৷''
সাউদাম্পটনে জ্যাসন হোল্ডারের নেতৃত্বে ক্যারিবীয়দের দারুণ এক জয় দেখে ভারতের সাবেক পেসার ইরফান পাঠান টুইটারে লিখেছেন, ক্রিকেটের বড় ফর্ম্যাটে ওয়েস্ট ইন্ডিজ ভালো করলে সবসময়ই দারুণ লাগে৷"
এসিবি/ কেএম (রয়টার্স)