করোনায় বেশি খালি তরুণদের পকেট
৩ আগস্ট ২০২০রোববার সমীক্ষা থেকে উঠে আসা নানা দিক এক প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরেছে জার্মানির ঔষধ উৎপাদকদের সংস্তা বিএএইচ৷ বিএএইচ-এর হয়ে সমীক্ষাটি করেছে বাজার গবেষণা প্রতিষ্ঠান নিয়েলসেন৷
গত ৯ জুন থেকে ১৬ জুনের মধ্যে মোট এক হাজার মানুষের তথ্যের ভিত্তিতে করা সমীক্ষা প্রতিবেদনে বলা হয়, জার্মানিতে ত্রিশের কাছাকাছি বয়সের মানুষরাই করোনাকালে বেশি আর্থিক সংকটে ভুগছেন৷ আর্থিক সংকটে পড়া মানুষদের শতকরা ৩৮ ভাগই এই বয়সশ্রেণির৷
জরিপে অংশ নেয়াদের অন্তত এক তৃতীয়াংশ জানিয়েছেন, করোনার প্রাদূর্ভাবের কারণে আয় লক্ষ্যণীয় মাত্রায় কমেছে তাদের৷ তবে বাকিদের বেশিরভাগই বলেছেন, করোনা তাদের আয়ে বিশেষ কোনো প্রভাব ফেলতে পারেনি৷
একা থাকেন, কিংবা সঙ্গী বা সঙ্গীনির সঙ্গে থাকেন এমন মানুষরা মহামারির কারণে বেশি ভুগছেন না- এমন তথ্যও উঠে এসেছে নিয়েলসেন পরিচালিত জরিপে৷ এক সপ্তাহে এক হাজার মানুষের মধ্যে চালানো জরিপ অনুযায়ী, তিন জনের বা তার চেয়ে বেশি মানুষের পরিবারের করোনাকালে স্বচ্ছলতা যথেষ্ট কমেছে৷
তবে আর্থিক সমস্যা সব বয়সের, সব লিঙ্গের মানুষের কিছু-না-কিছু হলেও নারীদের মনোজগতকে বেশি নাড়িয়েছে করোনা৷ ১০ জনের মধ্যে ছয়জন নারী্ই জানিয়েছেন, আগের চেয়ে করোনাকালেই বেশি মনস্তাত্ত্বিক সমস্যায় আছেন তারা৷
রিচার্ড কনর/এসিবি