1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর আইসিইউ-তে

১১ জানুয়ারি ২০২২

করোনায় আক্রান্ত হয়েছেন লতা মঙ্গেশকর। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউ-তে ভর্তি তিনি।

https://p.dw.com/p/45Mt4
করোনায় আক্রান্ত লতা মঙ্গেশকর। ছবি: AP

সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, লতার ভাইঝি রচনা বলেছেন, ''সাবধানতার জন্যই তাকে আইসিইউ-তে রাখা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল।''

এই কিংবদন্তী সঙ্গীতশিল্পীর বয়স ৯২ বছর। রচনা বলেছেন, ''এই বয়সে করোনায় আক্রান্ত বলে তাকে আইসিইউ-তে রাখা হয়েছে। তার জন্য আপনারা প্রার্থনা করবেন। আর আমাদের ব্যক্তিগত পরিসরকে আপনারা সম্মান জানানোয় সবাইকে ধন্যবাদ।''

বেশ কয়েক বছর হলো লতা বাড়ির বাইরে বিশেষ বেরোন না। করোনাকালে তো তিনি কোথাও বেরোননি। সম্ভবত তার ঘনিষ্ঠ কেউ বা বাড়ির কর্মীদের কাছ থেকে তার করোনা হয়েছে।

২০১৯ সালে লতা একবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন শ্বাসকষ্ট নিয়ে। সেসময় রচনা জানিয়েছিলেন, লতার ভাইরাল চেস্ট ইনফেকশন হয়েছিল।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)