করোনা আতঙ্ক: জার্মানিও বন্ধ করেছে দুয়ার
করোনা ভাইরাসের এপিসেন্টার এখন ইউরোপ৷ বৈশ্বিক মহামারীর রূপ নেওয়া করোনার বিস্তার ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন মঙ্গলবার ৩০ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে৷
ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর
ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিকদের বুধবার সকাল থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে আটকে দেওয়া হচ্ছে৷
একদিনেই ১২০ ফ্লাইট
ইইউর এ সিদ্ধান্তের কারণে একদিনেই শুধু ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে ১২০টি ফ্লাইটের প্রায় নয় হাজার যাত্রীকে বাড়তি পর্যবেক্ষণের মধ্যদিয়ে যেতে হবে৷
ঢুকতে না পারা যাত্রীদের দায়িত্ব নিচ্ছে এয়ারলাইন
নতুন নিষেধাজ্ঞার কারণে যারা ফ্রাঙ্কফুর্টে আটকে গেছেন তাদের যেখান থেকে যাত্রা করেছেন সেই বিমানবন্দরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে নিজ নিজ এয়ারলাইন৷
কারা ঢুকতে পারছেন?
জার্মান নাগরিক ও তাদের পরিবার এখনো বিনাবাধায় দেশে ফিরতে পারবেন৷ এছাড়া জার্মানিতে যাদের বসবাসের অনুমতি (রেসিডেন্স পারমিট) আছে তারা ছাড়াও ইইউ সদস্যরাষ্ট্রের নাগরিক, যুক্তরাজ্য, নরওয়ে, আইসল্যান্ড, লিশটেনস্টাইন ও সুইজারল্যান্ডের নাগরিক ও তাদের পরিবার৷ যাদের দীর্ঘমেয়াদী জার্মান ভিসা আছে (যেমন ছাত্ররা) তারাও ঢুকতে পারবেন৷
কারা পারছেন না?
মূলত পর্যটক বা ব্যবসার কাজে স্বল্প সময়ের ভিসা নিয়ে আসা ব্যক্তিদের ঢুকতে দেওয়া হচ্ছে না৷ তবে ট্রানজিট যাত্রীদের বিমানবন্দরে ঢুকতে দেওয়া হচ্ছে৷ তবে নির্দিষ্ট স্থানে অবস্থান করতে হবে৷
জরুরি প্রমাণে বিশেষ ছাড়
সব কিছুর পরও যদি কেউ জরুরি প্রয়োজন প্রমাণ করতে পারেন তাকে বিশেষ বিবেচনায় প্রবেশ করে দেওয়া হতে পারে৷ সেক্ষেত্রে প্রমাণ হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে৷