1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা ঠেকাতে মক্কা, মদিনায় কারফিউ

২ এপ্রিল ২০২০

করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে সৌদি আরবের মক্কা ও মদিনা শহরে সান্ধ্য আইন জারি করা হয়েছে৷ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে৷ 

https://p.dw.com/p/3aN2R
Saudi-Arabien Mekka | Coronavirus | Große Moschee, leer
ছবি: Getty Images/AFP/A. Ghani Bashir

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় মক্কা ও মদিনায় কারফিউ জারি করল সৌদি সরকার৷ বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হবে৷ কারফিউ জারি থাকবে রাত-দিন ২৪ ঘন্টা৷ এই সময়ে মুদি দোকান, ঔষধ, পেট্রোল স্টেশন এবং ব্যাংকগুলো শুধু খোলা থাকবে৷ জরুরি কাজে নিয়োজিত কর্মী, খাদ্য ও চিকিৎসা সেবাকেও এই নির্দেশনার বাইরে রাখা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ এই সময়ে ব্যক্তিগত যানে শুধু একজন চলাচলের সুযোগ পাবেন৷ 

মধ্যপ্রাচ্যের দেশটিতে সতেরশো মানুষ এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১৬ জন৷ এরিমধ্যে বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ৷ বন্ধ করে দেয়া হয়েছে আন্তর্জাতিক ফ্লাইট, নিষিদ্ধ করা হয়েছে জনসমাগম, এমনকি মুসলমানদের উমরাহ পালনেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে৷ হজের আয়োজন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা৷ দেশটির সরকার আসন্ন পরিস্থিতি পর্যবেক্ষণ করে এজন্য প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছে মঙ্গলবার৷  

এরইমধ্যে মক্কা ও মদিনার বেশ কয়েকটি এলাকা পূর্ণ লকডাউন বা অবরুদ্ধ রয়েছে৷ এই দুই শহরে প্রবেশ এবং বাহির হওয়াও সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে৷  

এফএস/কেএম (ডিপিএ, রয়টার্স)